Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ব্যবসা উন্নতি করতে চান?

ব্যবসায় উন্নতি করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে, জন্মছকে ব্যবসার যোগ আছে কিনা। যদি ব্যবসার যোগ আপনার থাকে তাহলে আপনি ভাল ব্যবসায়ী হতেই পারেন। কিন্তু আপনি খুব বড় ব্যবসায়ী হবেন না ক্ষুদ্র সেটা নির্ভর করছে আপনার ওপর।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৮ ০০:৫২
Share: Save:

ব্যবসায় উন্নতি করতে গেলে প্রথমেই আমাদের দেখতে হবে, জন্মছকে ব্যবসার যোগ আছে কিনা। যদি ব্যবসার যোগ আপনার থাকে তাহলে আপনি ভাল ব্যবসায়ী হতেই পারেন। কিন্তু আপনি খুব বড় ব্যবসায়ী হবেন না ক্ষুদ্র সেটা নির্ভর করছে আপনার ওপর। উদ্যম ও প্রচেষ্টা তো আছেই, তার সঙ্গে প্রয়োজন জন্মছকের পুঙ্খানুপুঙ্খ বিচার। কোন ব্যবসা আপনার পক্ষে শুভ, তার সঠিক বিচার করে তারপরই সিদ্ধান্ত নিন যে আপনি কোন ব্যবসা করবেন।

তারপর দেখতে হবে জন্মছকে একক ব্যবসা আছে না পার্টনারশিপ ব্যবসা। জন্মছকে সপ্তমস্থানে বুধ গ্রহ থাকলে জানতে হবে পার্টনারশিপ ব্যবসায় উন্নতি। এক্ষেত্রে নিজের সাথে পার্টনার কতটা ব্যবসায় ভাগ্যবান সেটাও দেখতে হবে। তবে ব্যবসায় উন্নতি বা শ্রীবৃদ্ধি করতে গেলে দেখতে হবে আপনার জন্মছকে সপ্তমে কি কি গ্রহের অবস্থান আছে।

জন্মছকে রবি গ্রহটি থাকলে ব্যবসায় হ্রাস-বৃদ্ধি কম হবে, একইভাবে স্থির থাকবে।

বুধ যদি সপ্তম ভাবস্থ হয় তাহলে দ্রুত লাভ বা দ্রুত শ্রীবৃদ্ধি ঘটবে।

চন্দ্র যদি সপ্তমভাবে থাকে তাহলে অনিশ্চিত হ্রাসবৃদ্ধি। ব্যবসা ও স্থান দুটোই পরিবর্তনশীল হবে।

রাহু যদি সপ্তম ভাবস্থ হয় তাহলে বহু জিনিস নিয়ে ব্যবসার ঝোঁক থাকবে। ব্যবসায় পরিবর্তন উত্থান-পতন সবই থাকবে।

মঙ্গল যদি সপ্তমভাবস্থ হয় তাহলে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে কখনো উন্নতি আবার কখনো দুঃখজনক পরিস্থিতি ঘটতে পারে।

যদি শুক্র সপ্তমভাবস্থ হয় তাহলে আপনার ব্যবসা খুব জনপ্রিয় এবং আপনি খুব প্রশংসনীয় হবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrological remedies business Astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE