Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Badhak

কোন রাশির বাধক স্থান কোন রাশি এবং বাধকেশ গ্রহ কে

বাধক স্থান কী? যে স্থান বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাকেই বাধক স্থান বলে। এই রাশি বা স্থানের অধিপতি গ্রহও বাধা সৃষ্টিকারী গ্রহ। এই গ্রহকে বাধকেশ বলা হয়। অর্থাৎ এই রাশির ক্ষেত্রে অশুভ।

প্রত্যেক রাশিরই একটি করে বাধক স্থান আছে

প্রত্যেক রাশিরই একটি করে বাধক স্থান আছে

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০৫ মে ২০২১ ০৮:০৩
Share: Save:

জন্মপত্রিকায় ১২টি স্থান বা ক্ষেত্রের প্রত্যেকেরই নিজস্ব গ্রহ অধিপতি আছে। প্রত্যেক ক্ষেত্র থেকেই নির্দিষ্ট কিছু বিষয় বিচার করা হয় অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রই নির্দিষ্ট কিছু বিষয় নির্দেশ করে। জন্মপত্রিকা যেমনই হোক না কেন, জাতক যে রাশিরই হন না কেন প্রত্যেক রাশিরই বাধক স্থান আছে। একটু অন্য ভাবে বললে প্রত্যেক রাশিরই একটি করে বাধক স্থান আছে এবং এই বাধক স্থানের অধিপতি গ্রহ এই রাশির বাধকেশ গ্রহ।

বাধক স্থান কী? যে স্থান বাধা বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাকেই বাধক স্থান বলে। এই রাশি বা স্থানের অধিপতি গ্রহও বাধা সৃষ্টিকারী গ্রহ। এই গ্রহকে বাধকেশ বলা হয়। অর্থাৎ এই রাশির ক্ষেত্রে অশুভ।

দেখে নেওয়া যাক কোন রাশির বাধক স্থান কোন রাশি এবং সেই রাশির বাধকেশ গ্রহকে—

মেষ রাশির বাধক স্থান কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি শনি মেষ রাশির বাধকেশ গ্রহ।

বৃষ রাশির বাধক স্থান মকর রাশি। মকর রাশির অধিপতি শনি বৃষ রাশির বাধকেশ গ্রহ।

মিথুন রাশির বাধ স্থান ধনু রাশি। ধনু রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি মিথুন রাশির বাধকেশ গ্রহ।

কর্কট রাশির বাধক স্থান বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি শুক্র কর্কট রাশির বাধকেশ গ্রহ।

সিংহ রাশির বাধক স্থান মেষ রাশি। মেষ রাশির অধিপতি মঙ্গল সিংহ রাশির বাধকেশ।

কন্যা রাশির বাধক স্থান মীন রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি কন্যা রাশির বাধকেশ গ্রহ।

তুলা রাশির বাধক স্থান সিংহ রাশি। সিংহ রাশি অধিপতি রবি তুলা রাশির বাধকেশ গ্রহ।

বৃশ্চিক রাশির বাধক স্থান কর্কট রাশি। কর্কট রাশি অধিপতি চন্দ্র বৃশ্চিক রাশির বাধকেশ গ্রহ।

ধনু রাশির বাধক স্থান মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি বুধ ধনু রাশির বাধক গ্রহ।

মকর রাশির বাধক স্থান বৃশ্চিক। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল মকর রাশির বাধকেশ গ্রহ।

কুম্ভ রাশির বাধক স্থান তুলা রাশি। তুলা রাশির অধিপতি শুক্র কুম্ভ রাশির বাধকেশ গ্রহ।

মীন রাশির বাধক স্থান কন্যা রাশি। কন্যা রাশি অধিপতি বুধ মীন রাশির বাধকেশ গ্রহ।

বাধক স্থান বা বাধকেশ গ্রহ কতটা বাধা দান করবে তা নির্ভর করবে বাধকেশের অবস্থান (কোন রাশিতে অবস্থান), কোন গ্রহের সঙ্গে উচ্চস্ত বা নীচস্ত অবস্থান, বন্ধু বা শত্রু গ্রহের সঙ্গে অবস্থান তার উপর। বাধক স্থানে কোন গ্রহের অবস্থান, কোন গ্রহের দৃষ্টি তা শুভ বা অশুভ গ্রহ তার উপর।

প্রতিকার– বাধক স্থানের অধিপতি (বাধকেশ) গ্রহের দান, পূজা, মন্ত্রপাঠ বিশেষ শুভ ফল দান করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Badhak
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE