আমাদের দৈনন্দিন জীবনে অনেকের সঙ্গেই আমাদের পরিচিতি হয়। এর মধ্যে কিছু লোকের স্বভাব, মতিগতি আমাদের জানা থাকে, কিন্তু এমনও কিছু মানুষ থাকে যাদের স্বভাব মতিগতি আমাদের অজানা, কিন্তু তার সম্পর্কে জানার প্রয়োজন আছে কিন্তু জানার কোনও উপায় নেই। তখন তার কি রং পছন্দ তার ওপর অনেকটা তা স্বভাব নির্নয় করা যায়। যেমন —
সাদা রং পছন্দকারী মানুষ — এই ধরনের ব্যক্তিত্বরা শান্তিপ্রিয়, বুদ্ধিমান, ভদ্র, নম্র এবং সহজেই সবার সঙ্গে মিশতে পারে। চলতে পারে। এদের বোঝানোর ক্ষমতা অসাধারন। তবে বেশির ভাগ সময়ে এদের মনে সুখ থাকে না। সবাইকে খুশী করতে চায়। এরা বহু বার প্রেমে পড়ে কিন্তু সফল হয় না।
নীল রং পছন্দকারী মানুষ — এই ধরনের মানুষের মনে হিংসা, অবজ্ঞায় পরিপূর্ণ, চট করে মেজাজ হারিয়ে ফেলে। আনন্দে যেমন উচ্ছাসপূর্ণ আবার তেমন দুঃখের সময় ভেঙে পড়ে। সকলকে নিয়ে একসাথে চলার মানসিকতা থাকলেও পারে না।
লাল রং পছন্দকারী মানুষ — এই ধরনের মানুষ সৎ, আনন্দপ্রিয়, উৎসাহী প্রকৃতির। মনের দুঃখের কথা কাউকে জানতে দেয় না। এরা যশস্বী হয়ে থাকে।
সবুজ রং পছন্দকারী মানুষ — সবুজ অর্থাৎ সতেজ এই ধরনের মানুষ শান্ত, সজীব, বুদ্ধিমান, উচ্ছাসপূর্ণ জীবন অতিবাহিত করে। ব্যবসায় হাত খুবই ভাল।
হলুদ রং পছন্দকারী মানুষ — হলুদ ত্যাগের প্রতীক। এরা ধার্মিক, ত্যাগী, মাতৃভক্তি প্রবল। অল্পেতে সুখী। জীবনে উন্নতি করতে পারে। সুখের জন্য যে কোনও বস্তু ত্যাগ করতে পারে।
বেগুনি রং পছন্দকারী মানুষ — এরা খুব হিসাবী এবং সারা জীবন হিসাব করে চলতে ভালবাসে। মতের অমিল হলে খুবই রেগে যায়। মুখে যা বলে তাই করার চেষ্টা করে।
কমলা রং পছন্দকারী মানুষ — এরা সু-সংসারী হয়। আনন্দ সকলের সাথে ভাগ করে কিন্তু দুঃখ কারোর সাথে ভাগ করতে পারে না।
কালো পছন্দকারী মানুষ — এরা ঈশ্বর বিশ্বাসী সৎ প্রকৃতির হয়ে থাকে। এদের জীবন খুব সুখী হয় না, কিন্তু এরা দীর্ঘজীবি হয়।