Advertisement
১০ মে ২০২৪

লেখাপড়ায় মনোযোগ বা একাগ্রতা বাড়াতে ক্রিস্টাল বল

বাস্তু মতে উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণ। ঈশান কোণ জ্ঞান ও শিক্ষার আধার। এই কোণটাকে উজ্জীবিত করার জন্য অথবা এই কোনে কোনও বাস্তুদোষ থাকলে সেটা প্রশমিত করার জন্য ক্রিস্টাল ঝুলিয়ে রাখা প্রয়োজন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০১৮ ০০:২৩
Share: Save:

0 লেখাপড়ায় একাগ্রতা বা মনোসংযোগ বাড়ানোর জন্য ক্রিস্টাল বল অত্যন্ত কার্যকরী। বাড়ির উত্তর-পূর্ব কোণ ছেলেমেয়েদের পড়াশোনার ওপর প্রভাব বিস্তার করে। বাস্তু মতে উত্তর-পূর্ব অর্থাৎ ঈশান কোণ। ঈশান কোণ জ্ঞান ও শিক্ষার আধার। এই কোণটাকে উজ্জীবিত করার জন্য অথবা এই কোনে কোনও বাস্তুদোষ থাকলে সেটা প্রশমিত করার জন্য ক্রিস্টাল ঝুলিয়ে রাখা প্রয়োজন। এই উত্তর-পূর্ব কোণে যদি নোংরা আবর্জনা থাকে তাহলে বাস্তু দোষ তৈরি করে এবং বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে উপযুক্ত প্রতিকার করা প্রয়োজন। তাছাড়া পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধির জন্য বিদ্যার্থীর অধ্যয়ন কক্ষের উত্তর-পূর্ব কোণে একটি ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখা প্রয়োজন। ক্রিস্টাল বলটি ঝুলিয়ে দেওয়ার আগে বিশেষ পদ্ধতিতে জাগ্রত করে নিতে হবে এবং কিছুদিন পরপর বলটিকে শোধন করাতে হবে।
00 ক্রিস্টাল বল থেকে বিচ্ছুরিত আলোকরশ্মি বিদ্যার্থীকে ধীরে ধীরে মানসিকভাবে শক্তিশালী করে তুলবে। বাস্তুশাস্ত্র অনুযায়ী আমাদের বাসস্থানের দশটি দিক আছে। প্রতিটি দিকের অধিপতিরূপে এক একজন দেবতা আছে এবং প্রতিটি দিকের আবার এক একজন অধিপতি গ্রহ আছে। বাড়ির উত্তর-পূর্ব দিকের অধিপতি দেবতা হলেন শিব এবং অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি, উনি আমাদের জ্ঞান ও শিক্ষা প্রদান করেন। তাই বাড়িতে এই দিকে ঠাকুর ঘর থাকা উচিত। আর এই দিকে ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখলে বিদ্যার্থীদের স্মৃতিশক্তি বাড়বে এবং জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রটি আরও উজ্জ্বল হয়ে উঠবে। যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এর থেকে অবশ্যই উপকার পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology crystal ball
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE