Advertisement
২৪ এপ্রিল ২০২৪

চোখ দেখে কারও সম্পর্কে এত কিছু বলা যায়, জানতেন?

দু’টি চোখের দূরত্ব বেশি থাকলে জাতক বিভিন্ন প্রকার উপকরণ থেকে আনন্দ পান। দূরদৃষ্টি সম্পন্ন ও প্রাণখোলা মানুষ হন। উল্টো দিকে দু’টি চোখের দূরত্ব কম হলে জাতকের দূরদৃষ্টি কম হয়। কম মানসিক শক্তির অধিকারী হন, এবং খুব বড় মানসিকতা সম্পন্ন হন না।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ০০:০৫
Share: Save:

• ঘন নীল চোখ: বিশেষ ভদ্র, সংবেদনশীল ও অতি যৌন চেতনার অধিকারী ব্যক্তি হন।
• হালকা নীল চোখ: বুদ্ধিমান এবং আকর্ষণীয় হন।
• ধূসর চোখ: প্রচণ্ড বুদ্ধিমান, কল্পনাপ্রবণ এবং সেই কল্পনাকে বাস্তব রূপ দিতে সক্ষম ব্যক্তিকে বোঝায়।
• কালো চোখ: খুবই কম দেখা যায়। একটু কঠিন প্রকৃতির হন এঁরা।

আরও পড়ুন:আপনি কেমন মানুষ? বলা যাবে আপনার বসার ধরন দেখে

• ঘন সবুজ চোখ: অত্যন্ত কর্মতৎপর, বাস্তববাদী, গভীর অনুধাবন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হন।
• দু’টি চোখের দূরত্ব থেকে মানুষের প্রকৃতি: দু’টি চোখের দূরত্ব বেশি থাকলে জাতক বিভিন্ন প্রকার উপকরণ থেকে আনন্দ পান। দূরদৃষ্টি সম্পন্ন ও প্রাণখোলা মানুষ হন। উল্টো দিকে দু’টি চোখের দূরত্ব কম হলে জাতকের দূরদৃষ্টি কম হয়। কম মানসিক শক্তির অধিকারী হন, এবং খুব বড় মানসিকতা সম্পন্ন হন না।
• স্ফীত চোখ: এই জাতকের সব সময়ই নতুন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। খোলা মন, কিন্তু কোনও কোনও সময়ে অপরের কাজে হস্তক্ষেপ করেন এঁরা।
• সন্দেহমূলক চোখ: গোপনীয়তা মেনে চলা ও সন্দেহ প্রবণতা এঁদের ধর্ম। নিজেরা সুখী কম হন। তবে এঁরা একটু বেশি চিন্তাশীল হন।
• বিস্ময়কর চোখ: অস্থির প্রকৃতির, অনিশ্চিত ভবিষ্যৎ ও অসৎ প্রকৃতির ব্যক্তি হন।
• চোখের মাপ: চোখের মাপ বড় হলে সেই ব্যক্তি একটু নিরস প্রকৃতির হন। এঁরা সাধারণত ভদ্র ও খোলা মনের মানুষ হন। বড় চোখ, সোজা দৃষ্টি ও চোখ গভীর হলে বোঝায় জাতক পার্থিব ও ধাতব গুণের মানুষ।
• উজ্জ্বল চোখ: স্বচ্ছ দৃষ্টি এবং গভীরতা নির্দেশ করে প্রচুর সহ্যশক্তি। যদি চোখ নীচের পাতার সঙ্গে মেশে, তা হলে জাতক ভয়ার্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Character
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE