Advertisement
E-Paper

কেতুর শুভ ফল

রাহু-কেতু নিয়ে আমরা সবাই অল্পবিস্তর ভয় পাই।আমরা ভাবি রাহু-কেতুর জন্যই হয়তো আজ আমার এই সমস্যা।রাহু-কেতু কুফল দেয়। কিন্তু তার সঙ্গে কিছু কিছু শুভফলও দেয় ।

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৮ ০১:২১

রাহু-কেতু নিয়ে আমরা সবাই অল্পবিস্তর ভয় পাই।আমরা ভাবি রাহু-কেতুর জন্যই হয়তো আজ আমার এই সমস্যা হচ্ছে।হ্যাঁ, অবশ্যই রাহু-কেতু কুফল দেয়। কিন্তু তার সঙ্গে কিছু কিছু শুভফলও দেয় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। লগ্ন সাপেক্ষে কেতু কি কি ফল দেয় দেখে (আপনার জন্মকুন্ডলীতে কেতু কোন গৃহে বিদ্যমান দেখে নিন) নেওয়া যাকঃ-

কেতুর শুভ ফলঃ—
১। লগ্নে কেতু বিবাদ বিমুক, শান্তিপ্রিয়, নির্ঝঞ্ঝাট, কিছুটা সন্দেহপ্রবণ, সাবধানী, অলীক কল্পনাপ্রিয়, ঈশ্বর বিশ্বাসী, অল্পে সুখী, পরধন প্রাপ্তির সম্ভাবনা প্রবল।
২। লগ্নের দ্বিতীয়ে কেতু ভোজন প্রিয়, তীর্যক বাক্য, আত্মীয়ের কাছে সমাদৃত, অপরকে বিপদ সম্পর্কে অবহিত করার ক্ষমতা ও রক্ষা করার চেষ্টা, অবাঞ্ছিত সম্পত্তি প্রাপ্তি।
৩। লগ্নের তৃতীয়ে কেতু ধীর স্থীর, ভ্রাতৃপরায়ণ, হঠকারী সিদ্ধান্ত বিমুখ, ভ্রাতৃস্থানীয় ব্যক্তির দ্বারা অপমানিত অবহেলিত হলেও তার প্রতি স্নেহশীল, হস্তশিল্পে পটু।
৪। চতুর্থে কেতু অল্প বন্ধু, পরিবেশ মানিয়ে নিতে সক্ষম, স্নেহ ভালোবাসার কাঙাল, অনুভূতি যুক্ত, অল্পভূমিতে সুখী।
৫। পঞ্চমে কেতু সাংসারিক দায়িত্ববোধ বেশি, কিন্তু প্রেমে উদাসীন, উদ্ভাবনী শক্তি, শেয়ার ফাটকায় লাভবান।
৬। লগ্নের ষষ্ঠে কেতু শঠ, ধূর্ত, অতি চালাকি বুদ্ধি, উচ্চ রাজনৈতিক বুদ্ধি, বাকচতুরতা, শত্রুজয়ী।
৭। লগ্নের সপ্তমে কেতু তীব্র বুদ্ধিসম্পন্ন , স্ত্রীর দ্বারা কার্যসিদ্ধি, রহস্যময় ব্যবসার সঙ্গে যুক্ত, পিতার গুপ্ত অর্থে ধনী, বিশেষ কিছু ব্যবসাক্ষেত্রে তীক্ষবুদ্ধি বলে বিশেষ লাভবান।
৮। লগ্নের অষ্টমে কেতু জ্যোতিষ জ্ঞান, গুপ্ত জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, রহস্যময় বিষয়ে প্রবল আগ্রহ, উচ্চ কল্পনা শক্তি, যৌবনে রতিক্রিয়ায় পটু, শত্রুজয়ী।
৯। লগ্নের নবমে কেতু হঠাৎ সৌভাগ্যের দরজা খুলে যাওয়া, জ্যোতিষ ও তন্ত্রের পারদর্শিতা, পিতৃসূত্রে প্রাপ্ত গুপ্ত বিদ্যা, দুর্বোর্ধ্য ও প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী।
১০। লগ্নের দশমে কেতু কর্মক্ষেত্রে অভাবনীয় প্রতিভা, রাজনৈতিক ক্ষেত্রে সফলতা, পিতার সঞ্চিত ধনে ধনী, শ্রেষ্ঠ বক্তা।
১১। লগ্নের একাদশে কেতু স্বল্প আয়ে খুশি, শক্তিশালী, একাধিক উপায়ে উপার্জন ক্ষমতা, জ্যোতিষ শাস্ত্রে সফলতা, উদার মানসিকতা, দান করতে ভালবাসে।
১২। লগ্নের দ্বাদশে কেতু বহুমুখী প্রতিভাসম্পন্ন, ভ্রমণপ্রিয়, আত্ম অভিমানী, যৌন ক্ষমতা প্রবল, একাধিক বাসস্থান, সঞ্চয়ী মানসিকতা, রসবোধ প্রবল। সবাইকে নিয়ে থাকতে ভালবাসে। অবৈধ সম্পর্কে বিশেষ দক্ষতা, আমোদ-প্রমোদ প্রিয়।

Astrology ketu good sign
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy