১। অনেক সময় দেখা যায় আপনার কোনও প্রাণের বন্ধু, যাকে আপনি খুব বিশ্বাস করতেন, সমস্ত কথা বলতেন, সেই হঠাৎ চরম শত্রুতা করছেন এবং আপনাকে অশান্তিতে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। খেয়াল রাখবেন এর থেকে বাঁচার জন্য বাড়ির উত্তর-পশ্চিম দিকে কোনও ইলেকট্রিক্যাল কিছু না থাকে।
২। পুর্ব দিকে যেন ধাতুর জিনিস না থাকে। এতে আত্মীয়-স্বজনের সঙ্গে অযথা ঝগড়া বিবাদ হয়ে থাকে। মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।
৩। বাড়িতে শিক্ষার ব্যাপারে অশান্তি এড়াতে বাড়ির উত্তর-পুর্ব দিকে কোনও মতেই কোনও গাছ বা কাঠের কোনও কিছু রাখা চলবে না।
৪। কর্মক্ষেত্রের অশান্তি এড়াতে উত্তর দিকে মাটি জাতীয় কোনও কিছু রাখবেন না।
৫। মামলার কাগজ পত্তর কখনও সিন্দুকে বা দক্ষিণে বা দক্ষিন-পূর্বে রাখা উচিত নয়। তাহলে সেই মামলা চলতেই থাকে।
৬। উত্তর-পূর্ব দিকে কোনও বিপরীতধর্মী জিনিস রাখবেন না। এতে সন্তানের ক্ষতি হয়।
৭। শোবার ঘরে রাত্রে খেয়ে এঁটো বাসন রাখবেন না।
৮। যদি সম্ভব হয় ঘরে প্রতিদিন কিছু টাটকা ফুল সাজিয়ে রাখবেন।
৯। গৃহের শান্তি বজায় রাখতে চেষ্টা করবেন যেন বাড়ির উত্তর-পূর্ব কোণে গ্যারেজ না হয়।
১০। মনে রাখবেন বাড়িতে ঝাড়বাতি রাখা খুব ভাল।
১১। শোবার ঘরে কোনও নেশার দ্রব্য গ্রহণ করলে স্বাস্থ্য বা অর্থের ক্ষতি হয়।
১২। শুকনো ফুল ঘরে রাখা অত্যন্ত অশুভ।
১৩। বন্ধ ঘড়ি ঘরে একদম রাখবেন না।