Advertisement
২০ এপ্রিল ২০২৪

জন্মকুন্ডলী অনুসারে সন্তানের বিদ্যাক্ষেত্র নির্বাচন করুন

শনি, মঙ্গল ও বুধের ভাল অবস্থানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা। শনি, মঙ্গল ও শুক্রের ভালো অবস্থানের দরুণ সিভিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে।

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৮ ০০:২৫
Share: Save:

বিদ্যাক্ষেত্রে চারটি মুখ্য গ্রহের প্রভাব বেশি
রবি- বিদ্যাজনিত যশ।
চন্দ্র- মন, মাতা, গৃহের কারক গ্রহ।
বুধ- মেধা ও বুদ্ধির কারক গ্রহ
বৃহস্পতি- জ্ঞান, চেতনা, প্রজ্ঞার কারক গ্রহ।

আপনার সন্তানের জন্মকুন্ডলীতে গ্রহের অবস্থান দেখে নিনঃ-
১। চন্দ্রের সঙ্গে বুধের সম্বন্ধ থাকলে নাটক গদ্য সাহিত্যে জাতকের দক্ষতা থাকবে।
২। চন্দ্র ও শুক্রের সংযোগ থাকলে কাব্যিক চিন্তন বেশি থাকবে।
৩। চন্দ্র ও বৃহস্পতির যোগে বিশেষ জ্ঞান, দর্শন, ইতিহাস, প্রবন্ধ জ্ঞান বেশি থাকবে।
৪। রবি ভাল থাকলে বিজ্ঞান ভিত্তিক বিষয়ে তার দক্ষতা বেশি থাকবে।
কারণ রবি বিশ্বরহস্যের মূল কারক গ্রহ। রবি চিকিৎসা স্বাস্থ্যের মূল কারক গ্রহ।
৫। রবি ও বুধের যোগে ঔষধ বিষয়ে দক্ষতা থাকবে।
৬। রবি ও শুক্রের ক্ষেত্র ভালথাকলে স্ত্রী রোগ বিশেষজ্ঞ হওয়ার সম্ভাবনা।
৭। রবি ও শনির ক্ষেত্র ভালও থাকলে অস্থি বিষয়ে জ্ঞান থাকবে।
৮। রবি ও মঙ্গল যোগে সার্জারি বিষয়ে অভিজ্ঞ হবে।
৯। রবি, বু্ধ,‌ শনি ভাল এবং এবং মঙ্গল দুর্বল থাকলে হোমিওপ্যাথিকের উপর দক্ষতা থাকবে।
১০। শনি ইঞ্জিনিয়ারিং বিষয়ের কারক গ্রহ।
১১। শনি ও মঙ্গলের ভাল অবস্থানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে।
১২। শনি, মঙ্গল ও বুধের ভাল অবস্থানে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার হওয়ার সম্ভাবনা। শনি, মঙ্গল ও শুক্রের ভালো অবস্থানের দরুণ সিভিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে।
১৩। মঙ্গল ও শুক্রের শুভ যোগে ভাল কেমিস্ট হতে পারে।
১৪। বুধ, মঙ্গল ও কেতুর ভাল অবস্থান জনিত কারণে অ্যাকাউন্টেন্ট ও কস্ট অ্যাকাউন্টেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা।
১৫। বুধ, রবি ও বৃহস্পতির শুভ অবস্থানে জজ, ব্যারিস্টার, ভাল আইনজ্ঞ হতে পারে।
১৬। রবি ও মঙ্গলের ভাল অবস্থানে ক্রিমিন্যাল আইনজ্ঞ হওয়ার সম্ভাবনা।
১৭। রবি ও বৃহস্পতির শুভ যোগে আইন সংক্রান্ত ভাল পরামর্শদাতা হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE