Advertisement
০৮ মে ২০২৪

শিরোরেখা এবং তার ভাল মন্দ

যাদের শিরোরেখা ও আয়ুরেখা আলাদা থাকে তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিত্বপূর্ণ হয়। এরা নিজের মতে চলতে পছন্দ করে। এরা চিকিৎসক, শিল্পী, অধ্যাপক প্রভৃতি হয়ে থাকে।  যাদের শিরোরেখা ও হৃদয়রেখা সমান্তরাল থাকে তারা, আজীবন বন্ধুত্ব ও শত্রুতা মনে রাখে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৮
Share: Save:

১) যাদের শিরোরেখা রাহু এবং বৃহস্পতির মাঝখান থেকে উঠে যায় তারা সাহসী, তেজী, সৎ, ন্যায়নিষ্ঠ ও বাস্তববাদী হয়।
২) যাদের শিরোরেখা অগভীর এবং কাটাকাটা থাকে তারা জীবনে উন্নতি করতে পারে না।
৩) শিরোরেখায় যদি তিল চিহ্ন থাকে তবে যে বয়সে তা থাকবে সে বয়সে নানারূপ ঝামেলা বা মানসিক কষ্ট পেয়ে থাকে। ব্রেন নিয়েও নানা সমস্যা দেখা দেয়।
৪) শিরোরেখায় যদি কাটা চিহ্ন থাকে তবে যে বয়সে থাকে সে বয়সে ফাঁড়া ঝামেলা বা কষ্ট পেয়ে থাকে।
৫) যাদের শিরোরেখা ও আয়ুরেখা আলাদা থাকে তারা খুব দৃঢ়প্রতিজ্ঞ ব্যক্তিত্বপূর্ণ হয়। এরা নিজের মতে চলতে পছন্দ করে। এরা চিকিৎসক, শিল্পী, অধ্যাপক প্রভৃতি হয়ে থাকে।
৬) যদি শিরোরেখা বেশি নীচে থাকে এবং রাহুর দিকে ওঠে তবে জাতক অহংকারী ও স্বার্থপর ধরনের হয়ে থাকে।
৭) যাদের শিরোরেখা রবির ক্ষেত্রের কাছে এসে ঘুরে হৃদয়রেখার সঙ্গে মিলিত হয় তাহলে সে জাতক হয় উদার, সৎ ও উন্নতমনা।
৮) যাদের শিরোরেখা ভাঙা ভাঙা থাকে তাদের মাথায় কোনও চিন্তাই স্থায়ী হয় না। এমনকি মাঝে মধ্যে দেখা গেছে এরা মানসিক ভারসাম্য হারানোর পর্যায় পর্যন্ত চলে যেতে পারে।
৯) যাদের শিরোরেখা ও হৃদয়রেখা সমান্তরাল থাকে তারা, আজীবন বন্ধুত্ব ও শত্রুতা মনে রাখে।
১০) শিরোরেখায় চতুষ্কোণ চিহ্ন থাকলে জাতক যে কোনও বাধা বিপত্তি থেকে মুক্তি পেয়ে থাকে।
১১) শিরোরেখা থেকে কোনও রেখা যদি স্পটভাবে বৃহস্পতির দিকে এগিয়ে যায় তবে সেই জাতক বিদ্বান, বুদ্ধিমান হয় ও খ্যাতির শিখরে ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology headline good and bad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE