Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আপনার সুখী দাম্পত্য জীবনের রহস্য লুকিয়ে আছে বেডরুমেই

আর এই সময়ে সব দম্পতি চায় তাদের এই শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা দীর্ঘজীবি হোক। জ্যোতিষশাস্ত্র মতে একটি সুখী গৃহকোণ ও সুখী দাম্পত্য জীবনের রহস্য লুকিয়ে আছে আপনার বেডরুমেই।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭ ০০:০৩
Share: Save:

আমাদের দেশে বিবাহকে একটি ধর্ম সংস্কার হিসেবে গণ্য করা হয়। বিবাহ পরবর্তী জীবনে সঙ্গীকে সমান ভাবে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ – এই চারটি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিবাহ হল প্রেম ও স্নেহের উপর প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। শুধু দৈহিক নয়, আত্মা, বুদ্ধি ও মনের সাথে পরস্পরের অবিচ্ছেদ্য মিলনের অপর নামই হল বিবাহ। খ্রিস্টধর্মে বলা আছে, পুরুষ ও নারী তাদের পরিণত বয়সে তাদের বাবা–মাকে ছেড়ে একটি অন্তরঙ্গ দৈহিক সম্পর্ক স্থাপন করে। আর এই সময়ে সব দম্পতি চায় তাদের এই শারীরিক ও মানসিক অন্তরঙ্গতা দীর্ঘজীবি হোক। জ্যোতিষশাস্ত্র মতে একটি সুখী গৃহকোণ ও সুখী দাম্পত্য জীবনের রহস্য লুকিয়ে আছে আপনার বেডরুমেই।

দেখে নেওয়া যাক সুখী দাম্পত্য জীবনের জন্য আদর্শ বেডরুম কেমন হওয়া উচিত -
১) বেডরুমের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে একটিও লাভ বার্ডের ছবি বা মূর্তি রাখুন।
২) পূর্ব দিকে মাথা রেখে ঘুমান।
৩) মাথার দিকে স্বামী-স্ত্রীর একত্রে হাসি মুখের ছবি লাগান।
৪) অবশ্যই বেডরুমের রং হালকা হওয়া উচিত।
৫) বেডরুমে লাল রঙের নাইট ল্যাম্প ব্যবহার না করাই ভালো।
৬) সাদা রঙের বিছানার চাদর ব্যবহার করুন।
৭) বেডরুমে ঠাকুরের ছবি রাখবেন না, শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখতে পারেন।
৮) বিছানার সোজা আয়না রাখবেন না।
৯) শোবারঘরে কাগজের ফুল বা নকল ফুল না রেখে আসল সুগন্ধ যুক্ত ফুল রাখুন।
১০) কোনও যুদ্ধের ছবি বা মৃত কোনও মানুষের ছবি রাখবেন না।

উপরোক্ত নিয়ম গুলি মেনে চললে অবশ্যই সুখী দাম্পত্য জীবন উপভোগ করা সম্ভব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE