Advertisement
০৭ ডিসেম্বর ২০২৩

আপনার জন্মতারিখ বলে দেবে আপনার ভবিষ্যৎ

নিজের নিউমেরোলজিক্যাল ভাইব্রেশন স্ট্রং করার জন্য আমরা নিজের নামের আলফাবেট পরিবর্তন করতে পারি কিন্তু নিজের বার্থডে পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং এই নাম্বারটির প্রভাব অপরিসীম। সারা জীবন এই নাম্বারের প্রভাব কাজ করে।

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৭ ০০:২৩
Share: Save:

নিজের নিউমেরোলজিক্যাল ভাইব্রেশন স্ট্রং করার জন্য আমরা নিজের নামের আলফাবেট পরিবর্তন করতে পারি কিন্তু নিজের বার্থডে পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং এই নাম্বারটির প্রভাব অপরিসীম। সারা জীবন এই নাম্বারের প্রভাব কাজ করে। আপনার বার্থডে নাম্বার যদি ‘৫’ হয়ে থাকে, তবে দেখে নিন এই নাম্বারটি আপনার জীবনে কিরূপ প্রভাব বিস্তার করছেঃ—
জন্মতারিখ ‘৫’ হলেঃ—
১। এদের মধ্যে বহুমুখী প্রতিভা দেখতে পাওয়া যায়।
২। এরা নিজেকে যেকোনও পরিস্থিতিতে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারেন।
৩। পরিবর্তন এদের খুব পছন্দ তাই বেড়াতে যেতে এরা খুব ভালোবাসে।
৪। এরা নতুন নতুন মানুষজনের সাথে মেলামেশা করতে খুব ভালোবাসে। এদের সোশ্যাল স্কিল ভীষণ ভালো হয়।
৫। এদের মধ্যে মাঝে মাঝে দায়িত্বজ্ঞানহীনতা দেখা যায়।
৬। এদের জীবনে সমস্যার প্রধান কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস।
৭। এদের মধ্যে মাঝে মাঝে ধৈর্য্যচুতি হতে দেখা যায়।
৮। যেকোনও প্রকার নেশার বস্তু থেকে এদের দুরে থাকা একান্ত প্রয়োজন না হলে নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যায়।
৯। অল্পবয়সে বিবাহ এদের জন্য শুভ।
১০। এরা অনেক কিছু শুরু তো করেন কিন্তু সমান উদ্দীপনা নিয়ে তা শেষ করতে কখনও কখনও অসুবিধে হয়ে দাঁড়ায়
১১। যেসব প্রফেশনে এরা সফল হতে পারেন, সেগুলো হল রাইটিং, রিয়েল স্টেট, ইন্সিওরেন্স, কমিউনিকেশন, পাবলিক রিলেশন ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE