Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আপনার আঙ্গুলই আপনার পরিচয়

তর্জনী খুব লম্বা হলে অহঙ্কারী, প্রভুত্বকামী ও ভাল জননেতা হয়। এই আঙ্গুল স্বাভাবিক হলে আদর্শবান, চরিত্রবাদী, বিদ্বান, ভাবুক ও ব্যক্তিত্বশীল হয়।

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০১৮ ০১:২০
Share: Save:

প্রথমতঃ আঙ্গুলের নাম ও আঙ্গুলগুলির পরিচয় করে নেওয়া যাক।
ত-তর্জনী, বৃহস্পতির আঙ্গুল ম- মধ্যমা, শনির আঙ্গুল
অ-অনামিকা, রবির আঙ্গুল ক-কনিষ্ঠা, বুধের আঙ্গুল
বৃ-বৃদ্ধা বা বুড়ো আঙ্গুল
বৃদ্ধাঙ্গুলি ছাড়া তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠার প্রত্যেকটির তিনটি করে পর্ব আছে। অর্থাৎ আঙ্গুলগুলি তিনভাগে ভাগ করলে এক এক ভাগকে এক একটি পর্ব বলে।
প্রথম পর্ব- প্রকৃত জ্ঞান ও ধর্মবোধ, আধ্যাত্মিক জগৎ
দ্বিতীয় পর্ব -প্রেম-প্রীতি ও উচ্চাকাঙ্খা, মানসিক জগৎ
তৃতীয় পর্ব- হঠকারিতা, জেদ ও প্রভুত্ব, বৈষয়িক জগৎ
তর্জনী বিচার
দেবগুরু বৃহস্পতি এই আঙ্গুলের অধিপতি। এই আঙ্গুল আপনার ওপর কিরূপ প্রভাব বিস্তার করছে দেখে নিনঃ—

১। আঙ্গুলটি বাঁকা হলে মান-যশ-গৌরব যতটা পাওয়ার কথা ততটা পাবে না। নানা বাধা-বিঘ্ন বার বার আসবে। অন্যের কাছে অপদস্থ হতে হবে। আত্নীয়-স্বজন উপকার নিয়ে পরে ভুলে যাবে। স্বীকার করবে না।
২। এই আঙ্গুল যতটা লম্বা হওয়ার কথা তার থেকে ছোট হলে বিচার-বিবেচনা ও চিন্তার গভীরতা থাকে না। অপরে সহজে তার ওপর প্রভাব বিস্তার করে।
৩। এই আঙ্গুল খুব লম্বা অহঙ্কারী, প্রভুত্বকামী ও ভাল জননেতা হয়।
৪। এই আঙ্গুল স্বাভাবিক হলে আদর্শবান, চরিত্রবাদী, বিদ্বান, ভাবুক ও ব্যক্তিত্বশীল হয়।
৫। এই আঙ্গুল লম্বায় অনামিকার সমান হলে সে চাটুকার ও ধনাকাঙ্খী হয়।
৬। এই আঙ্গুল অন্য সব আঙ্গুলের চেয়ে বড় হলে সে অত্যাচারী, ক্ষমতালিস্পু, দাম্ভিক ও বাস্তবজ্ঞানশূন্য হয়।
তর্জনীর প্রথম পর্ব অন্য পর্বের চেয়ে লম্বা হলে আত্মাভিমানী, দাম্ভিক, পন্ডিত ব্যক্তি ও কুসংস্কার গ্রস্ত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

astrology index finger
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE