Advertisement
২৯ নভেম্বর ২০২৩

আপনার ভবিষ্যৎ বলে দেবে আপনার জন্মতারিখ

যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিনটির গুরুত্ব আমাদের জীবনে অসীম। আপনার জন্মতারিখ ‘১’ হলে জেনে নিন আপনার ভবিষ্যৎ

পার্থ প্রতিম আচার্য্য
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০০:৫৮
Share: Save:

যেদিন আমরা জন্মগ্রহণ করি সেই দিনটির গুরুত্ব আমাদের জীবনে অসীম। আপনার জন্মতারিখ ‘১’ হলে জেনে নিন আপনার ভবিষ্যৎঃ-
১। জীবন সম্পর্কে বৃহৎ দৃষ্টিভঙ্গি নিয়ে এরা চলতে ভালোবাসে।
২। এরা খুবই অ্যাম্বিসাস ও স্বাধীনচেতা প্রকৃতির মানুষ।
৩। ছোট থেকেই এদের মধ্যে নেতৃত্ব দান করার ক্ষমতা দেখা যায়।
৪। এরা খুবই বাস্তববাদী।
৫। ব্যবসায়িক বুদ্ধি এদের প্রখর হয়।
৬। জীবনে সফল হওয়ার অনেক সুযোগ এদের আসে।
৭। সঠিক গাইডেন্স পেলে বড় ধরনের অর্গানাইজেশনকে এরা পরিচালনা করতে পারে।
৮। নিজের ব্যাপারে অন্যদের হস্তক্ষেপ এরা একেবারে পছন্দ করে না।
৯। এরা আবেগকে যুক্তির সাথে ট্যাকেল করে, অনুভব দিয়ে নয়।
১০। যে সমস্ত প্রফেশন এদের জন্য আদর্শ সেগুলো হল- বিজিনেস, টিচিং, কনসালটেন্সি, অ্যাভিয়েশন, ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং ইত্যাদি।
১১। এরা অন্যদের ভীষণ ভালো মোটিভেট করতে পারে। দৃঢ়চেতা মনোভাব, ইচ্ছাশক্তি এদের সাফল্য লাভের মূলমন্ত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE