চালঃ- ব্যবহার এবং ব্যক্তিত্বের দর্পণ স্বরূপ। এখন সেই দর্পণে মানুষ নিজেকে কিভাবে দেখা পছন্দ করবে তা তার সম্পূর্ণ নিজের ব্যাপার। তবে এখানে একটি কথা সর্বদা মনে রাখবেন চাল চলন দেখে কারও স্বভাব, প্রকৃতি তখনই সঠিক ভাবে বোঝা যাবে যখন সেই ব্যাক্তিটি পূর্ণ বয়স্ক এবং সেই বিশেষ ধরনের হাঁটাহাটি সে ইচ্ছা করে নয় বরং স্বাভাবিক ভাবেই করে।দেখুন তো চাল চলন দেখে চিনতে পারছেন কিনাঃ—
১। অনেকে দ্রুত চলতে খুবই পছন্দ করে। এইরূপ ব্যক্তিরা অন্যের কথায় বা বিষয়ে সহজে প্রভাবিত হয় না। এরা একটু আত্মকেন্দ্রিক হয়ে থাকে। তবে তাদের কর্তব্য জ্ঞান প্রখর থাকে।
২। ধীর গতির কিন্তু ছন্দবদ্ধ চলন থাকলে ব্যক্তি এমন কিছু করতে চাইবে যা অন্যের চিন্তাধারা থেকে আলাদা হবে।
৩। মাটি আঁকড়ে অর্থাৎ মাটি প্রায় ঘষে ঘষে যারা হাঁটে তারা কাউকে সহজে বিশ্বাস করতে চায় না, সবাই কে যাচাই করে নি চায়। এরা সবাইকে বাজিয়ে নেয়।
৪। যারা ধীরে কিন্তু সচেতন পদক্ষেপে হাঁটে তারা অতি চালাক তারা সহজে কাউকে চটাতে পছন্দ করে না। এরা মিষ্টি কথায় সবার সঙ্গে ভালো ব্যবহার করে কাজ আদায় করতে চায়।
৫। অসামঞ্জস্য ভাবে বা ল্যাগব্যাগ করে অনেকের ধরন থাকে হাঁটার এই সব ব্যক্তিদের সব কিছুতেই অসচেনতা প্রকাশ পায়। তবে এরা নিজের বিষয়ে বা নিজের কাজ খুব ভালোভাবে বুঝে নিতে পারে। এরা অন্যের বিষয়ে খুব একটা মাথা ঘামাতে চায় না।
৬। যে সব ব্যক্তিরা পায়ের পাতা দুই পাশে ছড়িয়ে হাঁটে তারা ঝুঁকি নিতে খুবই পছন্দ করে। এরা খুবই বিচক্ষণ প্রকৃতির এবং কোনও কাজ করব মনে করলে যে কোন প্রকারে তা করে থাকে। এরা খুবই স্বাধীনতা প্রিয় হয়।