Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৩

বাড়ির প্রবেশ দ্বার কেমন হওয়া উচিত

বাড়ির তৈরির সময় আমাদের প্রবেশ দ্বারের ওপর বিশেষ ভাবে নজর দেওয়া উচিত। কারণ বাড়ির শুভ অশুভ প্রভাব কিছুটা নির্ভর করে প্রবেশ দ্বারের ওপর। দেখে নেওয়া যাক প্রবেশ দ্বার কেমন হলে গৃহস্থের মঙ্গল হবে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৮ ০১:০৩
Share: Save:

বাড়ির তৈরির সময় আমাদের প্রবেশ দ্বারের ওপর বিশেষ ভাবে নজর দেওয়া উচিত। কারণ বাড়ির শুভ অশুভ প্রভাব কিছুটা নির্ভর করে প্রবেশ দ্বারের ওপর। দেখে নেওয়া যাক প্রবেশ দ্বার কেমন হলে গৃহস্থের মঙ্গল হবে।

বাড়ির প্রবেশদ্বার দক্ষিন ও পূর্ব মুখী সব থেকে ভাল। এবং প্রবেশদ্বার একটু বড় মাপের করতে হয়, খুব ছোটো করতে নেই।

বারান্দা উত্তর বা পূর্ব দিকে থাকলে ভাল হয়। ঘরের জানালা যদি উত্তর পূর্ব দিকে হয় তাহলে খুব ভাল হয়। গৃহে বা বাড়ির সীমানায় পাঁচিল দেওয়া অতি অবশ্যই প্রয়োজন। সীমানার পাঁচিল উত্তর-পূর্ব দিকে কিছুটা নিচু হবে, দক্ষিন-পশ্চিম দিকে উত্তর-পশ্চিমের তুলনায় দু’ থেকে তিন ফুট উচু হবে।

প্রবেশদ্বারের, সিঁড়ি ও জানালা সব বাড়ির প্রধান একটি অঙ্গ। আপনার বাড়ি এক তলা, দু’তলা আবার বারো তলাও হতে পারে। বর্তমানে অনেক বাড়িতে লিফটের ব্যবস্থা করা আছে, কিন্তু সিঁড়ি বাদ দিয়ে বাড়ি করা অসম্ভব। অনুরূপ ভাবে জানালাও বাদ দিয়ে বাড়ি করা অসম্ভব। যেমনি বাড়ি হোক উপযুক্ত হাওয়া বাতাস চলাফেরার জন্য দরজা জানালা দরকার।

জানালা মেঝে থেকে কমপক্ষে তিন ফুট উঁচুতে বসাতে হবে, তার নিচে নয়। জানালা হবে উত্তর-পূর্বের পূর্ব দিকে, উত্তর-পশ্চিমের উত্তর দিকে, দক্ষিণ-পশ্চিমের দক্ষিন দিকে।

বাড়ির সিঁড়ি সবসময় পূর্ব দিক থেকে পশ্চিমে অথবা উত্তর দক্ষিনে উঠবে। গৃহে বা যে কোনও স্থানে সিঁড়ি দরজার মুখেই যেন না হয়। আবার বাইরের দিকে সিঁড়ি খুব একটা ভাল নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE