জুলাইয়ে সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা যাবে। ১২টি রাশির জাতক-জাতিকারই বিভিন্ন বিষয়ে পরিবর্তন দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু পরিবর্তন ভালর জন্য হলেও, কিছু বদলের কারণে নানা সমস্যার সৃষ্টি হতে পারে। প্রেম-ভালবাসার দিক দিয়ে কেমন কাটবে মাসটি? জীবনে কি নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে? দাম্পত্যজীবনে কি সমস্যার আশঙ্কা রয়েছে? জ্যোতিষীর থেকে জেনে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: জুলাইয়ে মেষ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান বৈবাহিক জীবনে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। মন ভাঙতে পারে।
বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির মিত্র গৃহে শুভ অবস্থান বৃষ রাশিকে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহ বাদ দিলে বাকি সময় শুভ। মাসের শেষে গিয়ে একটু ঝামেলা হতে পারে।
মিথুন রাশি: মিথুনের দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও, মাসের প্রথমভাগে বাগ্বিতণ্ডা এবং কিছু সমস্যা থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ। কোনও ঝামেলার আশঙ্কা নেই।
আরও পড়ুন:
কর্কট রাশি: দাম্পত্য ক্ষেত্রে মাসের প্রথমভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, দ্বিতীয়ভাগে দাম্পত্য কলহ এবং জটিলতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ।
সিংহ রাশি: জুলাইয়ে সিংহের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক রয়েছে। এর ফলে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। ১৩ জুলাই শনির গতি পরিবর্তন দাম্পত্যসুখ বৃদ্ধি করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।
কন্যা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে সম্পর্ক দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগ শুভ।
আরও পড়ুন:
তুলা রাশি: তুলার দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির মিত্র গৃহে শুভ অবস্থান দাম্পত্যসুখ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ।
বৃশ্চিক রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান বৃশ্চিক রাশিকে দাম্পত্যসুখ প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ বলা যায় না। ঝামেলার আশঙ্কা দেখা যাচ্ছে।
ধনু রাশি: ধনুর দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতি এবং রবির। রবির অবস্থানের কারণে সামান্য জটিলতা সৃষ্টি হলেও শুভ বলা যায়। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ।
আরও পড়ুন:
মকর রাশি: জুলাইয়ে মকর রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের দ্বিতীয়ভাগের তুলনায় প্রথমভাগে অধিক শুভ ফল লাভ হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবেন।
কুম্ভ রাশি: কুম্ভর দাম্পত্যক্ষেত্রে কেতু এবং মঙ্গলের অবস্থান দাম্পত্যসুখ প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন, বিশেষ শুভ মাসের দ্বিতীয়ভাগ।
মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে, তবে মাসের শেষ সপ্তাহে বিভিন্ন সমস্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথমভাগ শুভ।