Advertisement
০৩ মে ২০২৪
Palmistry

হাতের তালুর কোন চিহ্ন বলে দেয় আপনি ধনবান হবেন কি না? কী বলছে জ্যোতিষশাস্ত্র?

জ্যোতিষশাস্ত্রে হাতের তালুর কিছু চিহ্নের উল্লেখ আছে। যা কোনও ব্যক্তির অর্থ, খ্যাতির লক্ষণ নির্দেশ করে।

image of money.

হাতের তালুর বিশেষ চিহ্ন নির্দেশ করে আপনার অর্থপ্রাপ্তি হবে কি না। ফাইল চিত্র।

সুপ্রিয় মিত্র
কলকাতা শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৫
Share: Save:

জ্যোতিষশাস্ত্র মতে হাতের তালুর কিছু চিহ্ন অর্থ, মান, যশ প্রভৃতি বিভিন্ন বিষয়ে নির্দেশ করে।

যদি কারও করতলে বৃহৎ কর চতুষ্কোণ এবং তর্জনীর তৃতীয় পর্বে সুস্পষ্ট সরলরেখা, মধ্যমার তৃতীয় পর্ব সরলরেখা ও রবিরেখা স্পষ্ট থাকে, তা হলে সেই জাতক-জাতিকা পরধন লাভ করেন।

বুধের ক্ষেত্রে চতুষ্কোণ চিহ্ন থাকলে এবং অমলিন হলে জাতক-জাতিকা সুবক্তা হয় এবং তাঁদের দ্বারাই এঁদের অর্থ উপার্জন হয়।

যাঁদের করতলের আঙুলগুলি চৌকো, বৃহস্পতি ও রবিরেখা প্রবল, সে সব জাতক-জাতিকা রাজকার্যে খ্যাতি লাভ করেন।

কারও বৃদ্ধাঙ্গুষ্ঠে যব চিহ্ন ও করতলে জ্ঞানরেখা স্পষ্ট থাকলে তিনি জ্ঞানবান হন।

বুধের ক্ষেত্রে তিনটি রেখা থাকলে এবং রবিরেখা সুস্পষ্ট হলে জাতক-জাতিকা বিজ্ঞ ও খ্যাতিমান চিকিৎসক হন।

কারও অনামিকার তৃতীয় থেকে দ্বিতীয় পর্ব পর্যন্ত দু’টি রেখা ও সেই সঙ্গে কর ত্রিকোণ বা কর চতুষ্কোণ অক্ষুণ্ণ থাকলে জাতক সচ্চরিত্র হন ও সব দিক থেকে এঁরা সৌভাগ্যবান হন।

বৃহস্পতির ক্ষেত্র থেকে রাহুর স্থান পর্যন্ত বিস্তৃত ত্রিকোণ চিহ্ন থাকলে জাতক সামরিক বিভাগে উচ্চপদ লাভ করেন।

ভাগ্যরেখা থেকে একটি শাখা রেখা বুধের ক্ষেত্রে গেলে, সেই জাতক-জাতিকা বিজ্ঞানী বা নিপুণ ব্যবসায়ী হন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Palmistry Astrological Tips
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE