Advertisement
১৮ মে ২০২৪

প্রচুর খরচ হচ্ছে? বাড়ির জল রাখার জায়গা ঠিক আছে তো?

প্রথমেই বলে রাখা ভাল, জল রাখার ব্যবস্থা অর্থাৎ যে কোনও জলের পাত্র বা জলের ট্যাঙ্ক রাখার ব্যবস্থা যেন বাড়ির সঠিক দিকে হয়। যদি তা না হয়, তা হলে গৃহস্থের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে আর্থিক ক্ষতি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

প্রথমেই বলে রাখা ভাল, জল রাখার ব্যবস্থা অর্থাৎ যে কোনও জলের পাত্র বা জলের ট্যাঙ্ক রাখার ব্যবস্থা যেন বাড়ির সঠিক দিকে হয়। যদি তা না হয়, তা হলে গৃহস্থের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে আর্থিক ক্ষতি।

এখন প্রায় সব বাড়িতেই জলের ট্যাঙ্ক বসানো হয়। অনেকেই স্থান বিচার না করেই ট্যাঙ্ক বসান। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, জলের পাত্র তা ছোট হোক বা বড়, সঠিক দিকে না রাখলে সংসারের সুখ শান্তি, অর্থ বা কর্মের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

জলের ট্যাঙ্ক দিক অনুসারে রাখলে বাড়ির ক্ষেত্রে খুব শুভ প্রমাণিত হয়। পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ এই চারটি দিকে জলের ট্যাঙ্ক রাখার চার রকম ফল পাওয়া যায়।

দেখে নেওয়া যাক জলের ট্যাঙ্ক কোন দিকে রাখলে কী হয়:

• পূর্ব: বাড়ির পূর্ব দিকে যদি জলের ব্যবস্থা রাখা হয়, তা হলে খুব শুভ বলে মনে করা হয়। পূর্ব দিকে জল থাকলে অর্থ বৃদ্ধি হয়। নিজের ভাবনার বাইরেও টাকা ঘরে আসতে থাকে।

• পশ্চিম: বাড়ির পশ্চিম দিকে জলের ব্যবস্থা থাকলে বাড়িতে সম্পত্তি বৃদ্ধি হতে দেখা যায়।

আরও পড়ুন: সিংহ লগ্নের জাতক-জাতিকার ১৪২৬ সন কেমন যাবে

• উত্তর: বাড়ির উত্তর দিকে জলের ব্যবস্থা সব দিক থেকে সঠিক বলে মানা হয়। উত্তর দিকে জলে রাখলে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং বাড়ির সকলের মধ্যে সম্পর্ক ভাল থাকে।

• দক্ষিণ: বাড়ির দক্ষিণ দিকে জলের ব্যবস্থা করা একদম করা উচিত নয়। কারণ দক্ষিণ-পূর্ব কোণ অগ্নিকোণ। তাই এই দিকে জলের ব্যবস্থা করলে বাস্তুদোষ হয়। তা ছাড়া দক্ষিণ-পশ্চিম কোণেও জলের ব্যবস্থা রাখতে নেই। এতে বাড়ির লোক প্রচুর রোগে ভোগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Drinking water Rashi House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE