সকলেই সংসারে সুখ-শান্তি বজায় রাখতে চান। কিন্তু বাড়িতে নেগেটিভ শক্তির উপস্থিতি থাকলে সেই ইচ্ছা পূরণ না হওয়া মুশকিল আছে। সংসার সুখের করে তোলার জন্য বাড়িতে পজ়িটিভ শক্তি উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। আমাদের করা কিছু ভুলের জন্য বাস্তুর শুদ্ধতা নষ্ট হয়। হয়তো আমরা সেগুলো নিজেদের অজান্তেই করে ফেলি। কিন্তু এর প্রভাবে ক্ষতি হয় মারাত্মক। আমাদের করা কাজটি আপাতদৃষ্টিতে নিতান্তই তুচ্ছ মনে হলেও, আদতে বাস্তুর জন্য সেটা হয়ে দাঁড়ায় অত্যন্ত ক্ষতিকারক।
প্রায় সব বাড়িতেই ফ্রিজের মাথায় নানা রকম জিনিস রাখা হয়। বিশেষ করে, ছোট বাড়ি বা ফ্ল্যাটে জায়গা বাঁচানোর উদ্দেশ্যে ফ্রিজের মাথায় অনেক কিছু সাজিয়ে রাখতে দেখা যায়। তবে শাস্ত্র জানাচ্ছে কিছু জিনিস ফ্রিজের উপর রাখলে ক্ষতি হতে পারে। নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে যা ফ্রিজের মাথায় জমিয়ে রাখা উচিত নয়। এতে বাস্তুর মারাত্মক ক্ষতি হয় বলে মনে করা হয়। কোন কোন জিনিস রাখা যাবে না দেখে নিন।
ফ্রিজের মাথায় কোন জিনিসগুলি জমিয়ে রাখা যাবে না?
মূল্যবান জিনিস: বহু গৃহবধূই নিজের সুবিধার জন্য খুচরো টাকা ফ্রিজের উপর কোনও বাক্সে জমিয়ে রেখে দেন। কিন্তু শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা একদম উচিত নয়। যে কোনও মূল্যবান জিনিস ফ্রিজের উপর জমিয়ে রাখা যাবে না। এতে দুর্ভাগ্য আমাদের চিরসঙ্গী হয়ে থেকে যাবে। বিশেষ করে টাকা যদি ফ্রিজের উপর রাখা হয়, তা হলে জীবন থেকে আর্থিক স্থিতিশীলতা বিদায় নেয় বলে বিশ্বাস করা হয়।
তরল বস্তু: বাস্তুশাস্ত্র মতে, ফ্রিজ হল আগুনের প্রতীক। তাই ফ্রিজের উপর কোনও তরল বস্তু রাখা যাবে না। জলের বোতল, মাছের অ্যাকোরিয়াম, মানিপ্ল্যান্ট প্রভৃতি ফ্রিজের মাথায় রাখলে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে। কারণ আগুন ও তরল দুই বিপরীত শক্তি। তারা কখনও একত্রে থাকলে শুভ ফল প্রদান করবে না।
আরও পড়ুন:
ওষুধ: অনেক বাড়িতেই ওষুধ ফ্রিজের মাথায় জমিয়ে রাখা হয়। এই কাজটি করাও অনুচিত বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। এতে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর অশুভ প্রভাব পড়ে বলে মনে করা হয়। এ ছাড়া, ফ্রিজের মাথা সাধারণত গরম হয়। সেখানে ওষুধ রাখলে তার গুণগত মান নষ্টও হতে পারে।
অপ্রয়োজনীয় জিনিস: আগেও বহু বার বলা হয়েছে যে, অপ্রয়োজনীয় জিনিস বাড়িতে জমিয়ে রাখতে নেই। বিশেষ করে, ফ্রিজের উপর কোনও খারাপ বস্তু, ভাঙা জিনিস রাখা একদমই উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
ভগবানের ছবি: কোনও দেবতার মূর্তি বা ছবিও ফ্রিজের উপর রাখা উচিত নয়। ঠাকুরের ছবি যেখানে-সেখানে রাখা মানে তাঁকে অসম্মান করা। এই কাজ করলে বাস্তুর অমঙ্গল হয়। তাই দেবতা সম্পর্কিত কোনও জিনিস ফ্রিজের উপর না রাখাই ভাল।