নভেম্বরের ২৯ তারিখে শুক্র শনির নক্ষত্র অনুরাধায় প্রবেশ করেছে। থাকবে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত। অন্য দিকে, বর্তমানে মীন রাশিতে মার্গী হয়েছে শনি। মার্গী দশায় শনির প্রভাব আরও বৃদ্ধি পায়। তার উপর অনুরাধায় শুক্রের প্রবেশের কারণে বহু মানুষেরই আবেগগত নানা পরিবর্তন আসবে। শনির প্রভাবে মানুষ নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। কোন ক্ষেত্রে কী কথা বলা উচিত বা অনুচিত সে বিষয়ে জ্ঞান লোপ পায়। শনিদেব মানুষের পরীক্ষা নিতে ভালবাসেন। শাস্ত্রমতে, তিনি মানুষকে বিভিন্ন কঠিন পরিস্থিতিতে ফেলে দেখেন উক্ত মানুষ কী ভাবে সেটির সঙ্গে মোকাবিলা করছেন। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, শনির মার্গী এবং শুক্রের অনুরাধায় প্রবেশের ফলে পাঁচ রাশির জীবনে আবেগগত দিকে দিয়ে নানা নেগেটিভ পরিবর্তন দেখা দিতে পারে। তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশির জীবনে আবেগগত দিক দিয়ে নেগেটিভ পরিবর্তন আসবে?
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরা সাধারণত বুদ্ধিদীপ্ত মানুষের প্রতি আকর্ষিত হন। নিজেদের ভাবনার সঙ্গে অপরের ভাবনার মিল খুঁজে পেলে এঁরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতেও কুণ্ঠাবোধ করেন না। কিন্তু এই সময়কালে মিথুনের জাতক-জাতিকাদের সঙ্গে কেউ একটু ভাল ভাবে কথা বললেই এঁরা দুর্বল হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে। নিজের আবেগের উপর মিথুনের কোনও নিয়ন্ত্রণ থাকবে না। যাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাঁদের এই সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে। না হলে আপনার কোনও কাজে সঙ্গী কষ্ট পেতে পারেন।
আরও পড়ুন:
তুলা: তুলা রাশির ব্যক্তিদের আবেগের ভারসাম্যের বিঘ্ন ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। এই রাশির ব্যক্তিরা কোনও কিছুর সঙ্গেই ঠিক মানিয়ে উঠতে পারবেন না। সঙ্গীর প্রতি নির্ভরশীলতা বৃদ্ধি পেতে পারে। এতে সমস্যাও মাথায় চাগাড় দেবে। তুলা রাশির ব্যক্তিদের মনে হিংসা, অধিকারবোধের মতো নেগেটিভ অনুভূতি বৃদ্ধি পাবে। সঙ্গী সে সবে সায় না দিলে মন অন্য দিকে ঘুরে যেতে পারে।
আরও পড়ুন:
বৃশ্চিক: সংবেদনশীল বৃশ্চিক রাশিরাও এই সময় সমস্যায় পড়বেন। চাপা স্বভাবের হওয়ার কারণে, চেয়েও এঁরা মনের প্রভাব প্রকাশ করতে পারবেন না। ফলত সম্পর্কে দূরত্ব তৈরি হবে। পুরনো মনোমালিন্যের কথা মনে পড়বে, যা সম্পর্কে তিক্ততা আরও বাড়িয়ে তুলবে। এই সময় নিজেকে শান্ত না রাখতে পারলে অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীকে প্রতারিত করতেও বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা কুণ্ঠাবোধ করবেন না। সচেতন থাকা জরুরি।
আরও পড়ুন:
মকর: একাচোরা মকরের জাতক-জাতিকারা এমনিতে নিজের আবেগ প্রকাশ করতে চান না। কিন্তু এই সময় তাঁরা সংবেদনশীল হয়ে উঠবেন। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকবে, সেটির সূত্রপাত আপনাদের থেকেই ঘটবে। কোনও জরুরি কারণে হলেও সঙ্গী সময় দিতে না পারলেই মকরের জাতক-জাতিকাদের মন বিষাদগ্রস্ত হয়ে পড়বে। পুরনো ভালবাসার সম্পর্কে শান্তি না পাওয়ায় নতুন সম্পর্কের সন্ধানে মেতে উঠতে পারেন বলে মনে করা হচ্ছে।
মীন: মীন রাশির ব্যক্তিরাও এই সময় সঙ্গীকে প্রতারিত করতে পারেন। এই রাশির ব্যক্তিদের উদাসীনতা সম্পর্কে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু সেটা তাঁরা নিজেরাই বুঝে উঠতে পারবেন না। উল্টে তাঁদের মনে হবে যে ভালবাসার মানুষটি তাঁদের বুঝে উঠতে পারছেন না। সেই ভাবনা থেকে অপর কেউ যদি এঁদের সঙ্গে হাসিমুখে কথা বলেন, তাঁকেই মনে ধরে যাবে। মীন রাশির ব্যক্তিরা আবেগগত ভাবে এতটাই ভেসে যাবেন যে ঠিক-ভুলের বিচারশক্তি হারিয়ে ফেলবেন।