Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
December 2025 Numerology Prediction

কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে ফাঁসবেন, কারও উদাসীনতা কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করবে! কোন জন্মসংখ্যার কেমন কাটবে বছরের শেষ মাস?

বছরের শেষ মাস, অর্থাৎ ডিসেম্বর কার কেমন যেতে চলেছে সেটি সংখ্যাতত্ত্বের সাহায্যে বলে দেওয়া সম্ভব। জন্মসংখ্যা মিলিয়ে দেখে নিন ডিসেম্বর মাসটি কার কেমন কাটবে।

বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২
Share: Save:
০১ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের অতি সহজ একটি বিষয়। এটি জ্যোতিষশাস্ত্রের মতো অতটা জটিল নয়। এর সাহায্যে যে কোনও বিষয় বিশেষ মাথা না খাটিয়েই বিচার করা সম্ভব। প্রয়োজন কেবল জন্মতারিখের।

০২ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

কোনও মানুষের জন্মতারিখের হিসাব করে তাঁর জন্মসংখ্যা বার করে নেওয়া যায়। রাশি মেনে যেমন আমাদের চারিত্রিক নানা দিক সম্বন্ধে বলে দেওয়া যায়, তেমনই আমাদের জন্মসংখ্যা দ্বারাও আমাদের সম্বন্ধে গোপন নানা তথ্য বলে দেওয়া সম্ভব।

০৩ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

২০২৫-এর শেষ মাসে চলে এসেছি আমরা। আর কিছু দিন পরই শুরু হবে ২০২৬। সারা বছরের সকল দুঃখ-কষ্ট ভুলে গিয়ে বছরের শেষ মাসটা সকলেই ভাল করে কাটাতে চান।

০৪ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

বছরের শেষ মাস, অর্থাৎ ডিসেম্বর কার কেমন যেতে চলেছে সেটি সংখ্যাতত্ত্বের সাহায্যে বলে দেওয়া সম্ভব। জন্মসংখ্যা মিলিয়ে দেখে নিন ডিসেম্বর মাসটি কার কেমন কাটবে।

০৫ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

১: যে সকল ব্যক্তির জন্মসংখ্যা ১, তাঁদের এই মাসে চোখকান খোলা রেখে চলতে হবে। ডিসেম্বর যে আপনাদের খুব খারাপ কাটবে তা নয়, তবে সতর্ক না থাকলে মুশকিলে পড়তে পারেন। খুব কাছের কেউ আপনাদের ক্ষতি করার চেষ্টা করবেন।

০৬ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

ডিসেম্বরের শুরু থেকে ১ জন্মসংখ্যার ব্যক্তিদের পরিশ্রম করে চলতে হবে। নিজের কাজ নিজে করাই ভাল হবে, অপরের ঘাড়ে চাপিয়ে দিলেই ঊর্ধ্বতনের কাছে কথা শুনতে হবে। তৎক্ষণাৎ ফল না পেলেও কাজ করে যেতে হবে। তা হলে মাসের শেষে গিয়ে আশাতীত ফল পাবেন যা ২০২৫-কে আপনার কাছে স্মরণীয় করে রাখবে।

০৭ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

২: ২ জন্মসংখ্যার ব্যক্তিদের ডিসেম্বর মাসটি মোটামুটি কাটবে। মাথা ঠান্ডা রেখে না চললে জীবনে ঝামেলা বৃদ্ধি পাবে। রাগের উপর নিয়ন্ত্রণ আনা জরুরি। ডিসেম্বর মাস জুড়ে ২ জন্মসংখ্যার ব্যক্তিরা নানা অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। কথার উপর রাশ না টানলে সেই ঝামেলা বড় আকার ধারণ করবে।

০৮ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

ডিসেম্বর মাসে ২ জন্মসংখ্যার ব্যক্তিদের সম্পর্কক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। বেফাঁস কথা বলার জন্য সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। এই মাসে আপনাদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সেই ব্যাপারে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।

০৯ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের এই মাসে নিজের বদভ্যাসগুলি নিয়ে সচেতন হতে হবে। না হলে সমস্যা আপনার পিছু ছাড়বে না। যে কোনও কাজ করার আগে ভেবেচিন্তে এগোবেন। না হলে আগত বছরে মারাত্মক কর্মফল ভোগ করতে হতে পারে।

১০ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

পেশা নিয়ে আরও সচেতন হওয়া প্রয়োজন। কাজে ফাঁকি দিলে চাকরি নিয়ে টানাটানি হতে পারে। টাকা খরচ করার সময় বুঝেশুনে করুন। না হলে সমস্যায় পড়বেন। স্বাস্থ্য সংক্রান্ত কোনও অসুবিধায় পড়তে হবে না।

১১ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৪: ডিসেম্বর মাসটি ৪ জন্মসংখ্যার ব্যক্তিদের ভালই কাটবে। মানসিক চাপ কম নিলে স্বাস্থ্যেরও উন্নতি ঘটবে। অতীতের কোনও মনোকষ্ট থেকে মুক্তি মিলবে। মাসের প্রথম দিকে অর্থ সংক্রান্ত চিন্তা থাকলেও, পরবর্তী সময় সেই চিন্তা দূর হবে।

১২ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৪ জন্মসংখ্যার ব্যক্তিদের সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রেখে চলতে হবে। যে কোনও বিষয় নিয়ে সঙ্গীকে সন্দেহ করলে সম্পর্কের বন্ধন হালকা হয়ে পড়বে। মাথা ঠান্ডা রেখে কাজ করে চললে মাসের শেষে গিয়ে উন্নতি দেখতে পাবেন।

১৩ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৫: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ৫, তাঁদের এই মাসে সাহসী ও স্বাবলম্বী হতে হবে। সিদ্ধান্ত নিতে ভয় পেলে চলবে না। নিজের জীবনের যে কোনও বড় সিদ্ধান্ত নিজেকেই দায়িত্ব নিয়ে নিতে হবে। কর্মক্ষেত্রেও সাহসী পদক্ষেপ করতে ভয় পেলে চলবে না।

১৪ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

ডিসেম্বরে পেশার ক্ষেত্রে নিজের চেনা ছকের বাইরে গিয়ে কাজ করতে পারলে ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা খুব ভাল উন্নতি করতে পারবেন। ব্যক্তিগত ক্ষেত্রে কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত, না হলে মুশকিলে পড়বেন। আপনার আচরণে কাছের মানুষ ব্যথা পেতে পারেন।

১৫ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৬: এই মাসে ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের বাস্তববাদী হতে হবে। স্বপ্নের জগতে ভেসে থাকলে চলবে না। বাস্তববিমুখ হয়ে জীবন কাটালে ডিসেম্বরে ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা নানা ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে যে কোনও কাজ পরিকল্পনা করে করতে হবে। না হলে ঊর্ধ্বতনের কাছে কথা শুনতে হবে। সময়ে কাজ শেষ করার চেষ্টা করুন।

১৬ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

সম্পর্কের মাধুর্য বজায় রাখতে ৬ জন্মসংখ্যার ব্যক্তিরা সঙ্গীকে সময় দিন। তাঁর মনে কী চলছে সেটা বোঝার চেষ্টা করুন। অর্থের দিক খুব ভাল দেখা যাচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থ সংক্রান্ত কোনও চিন্তা এই মাসে নেই।

১৭ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৭: যে সকল জাতক-জাতিকার জন্মসংখ্যা ৭, তাঁদের ডিসেম্বর মাসে একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। না হলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। না হলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

১৮ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৭ জন্মসংখ্যার ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও উন্নত করতে হবে। কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে ঘাবড়ে গেলে চলবে না। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। কোনও কাজে তাড়াহুড়ো না করাই ঠিক হবে।

১৯ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৮: ডিসেম্বরে যে কোনও কাজ ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সময় নিয়ে করুন। কোনও কাজে তাড়াহুড়ো করা ঠিক হবে না। তা হলে শেষে গিয়ে কাজ ভেস্তে যেতে পারে। সচেতন থেকে কাজ করুন। তা হলে কর্মক্ষেত্রে কেউ আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। বরং দ্রুত অগ্রগতি হবে।

২০ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

বন্ধুবান্ধব, পরিবার, সঙ্গীর সঙ্গে বছরের শেষ মাসটা আনন্দ করে কাটান। তাঁদের সময় দিন। তা হলে মানসিক শান্তি লাভ করবেন। তবে আনন্দ করতে গিয়ে লাগামছাড়া খরচ করলে চলবে না। ব্যয়ের বিষয়ে সচেতন থাকুন।

২১ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

৯: ডিসেম্বরে ৯ জন্মসংখ্যার ব্যক্তিদের সবচেয়ে বেশি নিজের সঙ্গে সময় কাটাতে হবে। মনে নানা রকম অনিশ্চয়তা ভিড় করে আসতে পারে। সেগুলি থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করুন। না হলে তা জাঁকিয়ে বসবে। ফলত মানসিক চাপও বৃদ্ধি পাবে।

২২ ২২
How December 2025 is going to be for each birth number people as per numerology

যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবেচিন্তে নিন। যা দেখে ভাল মনে হবে, তার উপরই ঝাঁপিয়ে পড়বেন না। তা হলে জীবনে ঝামেলা বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে সব ঠিকঠাক থাকবে বলা যেতে পারে। বুঝেশুনে খরচা করুন। মন চাইলে ছোটখাটো বিনিয়োগ করতে পারেন।

সব ছবি: সংগৃহীত ও এআই সহায়তায় প্রণীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy