Advertisement
২০ জুলাই ২০২৪

মহাদেবের অভিষেক ও কৃপালাভ

এখন দেখে নেওয়া যাক কোন কোন অভিষেকে কী কী ফল লাভ হয়ঃ-

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৮ ০০:০০
Share: Save:

পূর্ণিমাযুক্ত সোমবারে মহাদেবের অভিষেক করা অত্যন্ত শুভ। এ ছাড়া অমাবস্যাযুক্ত সোমবার যাকে সোমবর্তী অমাবস্যা বলা হয়, সে দিন ওঁর অভিষেক করা অত্যন্ত শুভ ও বিশেষ ফলপ্রদ।

এখন দেখে নেওয়া যাক কোন কোন অভিষেকে কী কী ফল লাভ হয়ঃ-

১। গঙ্গাজল বা কলের জলের সঙ্গে কাঁচা দুধ, কেশর এবং মিছরি মিশিয়ে অভিষেক করলে রোজগার প্রাপ্তি হয়, আয়ের পথ খুলে যায়।

২। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি ও পাঁচটি আকন্দ ফুল জলে ফেলে অভিষেক করলে মহিলাদের সৌভাগ্য প্রাপ্তি ঘটে।

৩। ঘি, চিনি, গোলাপী আবির, ২ চামচ চালের পায়েস ঠান্ডা করে গঙ্গাজল বা কলের জলে মিশিয়ে অভিষেক করলে সরকারী চাকরি প্রাপ্তি হয়।

৪। গঙ্গাজল বা কলের জলে রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে দুর্ঘটনার আশঙ্কা থাকে না।

৫। গঙ্গাজল বা কলের জলে কর্পূর দিয়ে অভিষেক করলে জনপ্রিয়তা বাড়ে। যারা কলা জগতের সঙ্গে যুক্ত তাদের লোকপ্রিয়তা বৃদ্ধি পায়।

৬। পাঁচটি বাতাসা এবং এক চামচ তিল জলে দিয়ে অভিষেক করলে বিবাহে বিঘ্ন দূর হয়।

৭। গঙ্গাজলে বা কলের জলে আকন্দ ফুল ফেলে অভিষেক করলে কোনও দিন অন্নের অভাব হয় না।

৮। রূপার তৈরী নাগ-নাগিনী শিবলিঙ্গের উপর স্থাপন করে জলে কাঁচা দুধ মিশিয়ে অভিষেক করলে কালসর্প দোষের প্রভাব কমে যায়।

৯। ভেলি গুড়, গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে প্রেম সফল হয়।

১০। সাদা তিল বেটে গঙ্গাজল বা কলের জলের সঙ্গে মিশিয়ে অভিষেক করলে সময়নুসারে মনস্কামনা পূর্ণ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Lord Shiv Worship
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE