Advertisement
১৫ অক্টোবর ২০২৪
Durga Puja 2024 Horoscope

এই বছর দুর্গাপুজো কোন রাশির কেমন কাটবে?

পুজোর সপ্তাহে কোন রাশি কোন বিষয়ে শুভ ফল পাবেন, কারা মনের মতো ফল পাবেন না, দেখে নেওয়া যাক।

Discover how your Durga Puja will be like based on your zodiac sign

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ০৬:৫৬
Share: Save:

দেবীপক্ষ শুরু মানেই পুজোর মরশুম শুরু । দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো, পর পর নানা পুজো অক্টোবর মাস জুড়ে। মাসের দ্বিতীয় সপ্তাহ পুরোটাই কাটবে দুর্গাপুজোর মধ্যে। পুজোর সপ্তাহে কোন রাশি কোন বিষয়ে শুভ ফল পাবেন, কারা আবার নানা বিষয়ে মনের মতো ফল পাবেন না, দেখে নেওয়া যাক।

•মেষ রাশির আর্থিক এবং কর্মক্ষেত্রে শুভ যোগ রয়েছে। দাম্পত্য সুখ, প্রেম এবং সন্তান সংক্রান্ত বিষয়েও ভাল ফল পাবেন।

•মানসিক সমস্যায় ভোগার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য। সন্তানের কারণে, প্রেমিক-প্রেমিকা বা বন্ধুর কারণে, অথবা শত্রুর (বিপরীত লিঙ্গের) কারণে মানসিক অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে।

•মিথুন রাশির ব্যক্তিরা মেজাজ আয়ত্তে না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন। গৃহে বা মায়ের সঙ্গে সমস্যা এড়িয়ে চলুন। সন্তান, বন্ধু এবং প্রেমের ক্ষেত্র শুভ।

•কর্কট রাশির সব ক্ষেত্রেই শুভ যোগ দেখা যাচ্ছে, বিশেষ শুভ ফল পাবেন আর্থিক ক্ষেত্রে।

•বেশ কিছু বিষয়ে সিংহ রাশির জাতক-জাতিকারা মানসিক সমস্যায় ভুগবেন। আর্থিক, প্রেম, বন্ধু এবং সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যার আশঙ্কা দেখা যাচ্ছে।

•কন্যা রাশির পুজো ভাল কাটলেও, রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। আর্থিক ক্ষেত্র শুভ হলেও কর্মক্ষেত্রে বুঝেশুনে চলুন।

•তুলা রাশির জন্য পুজোর সব ক’টি দিনই শুভ।

•আর্থিক সমস্যা অর্থাৎ ব্যয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির ব্যক্তিদের। সময়ে সময়ে শারীরিক এবং মানসিক সমস্যাও বিরক্তির কারণ হতে পারে।

•ধনু রাশির পুজো শুভ কাটলেও, দাম্পত্য সুখ এবং কর্মক্ষেত্রের সমস্যা মানসিক অশান্তির কারণ হতে পারে।

•দাম্পত্য ক্ষেত্রে মকর রাশির ব্যক্তিদের সামান্য সমস্যা থাকলেও, অন্যান্য বিষয়ে শুভ যোগ রয়েছে।

•সন্তানের উগ্রতা কুম্ভ রাশির লোকেদের জন্য মানসিক সমস্যার কারণ হতে পারে। অন্যান্য বিষয় শুভ দেখা যাচ্ছে।

•মীন রাশির গৃহ এবং দাম্পত্য ক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও সামগ্রিক ভাবে পুজো ভাল কাটবে বলা যায়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE