Advertisement
১২ অক্টোবর ২০২৪
Astrological Tips

বহু চেষ্টার পরেও বিয়ে হচ্ছে না? আপনাকে সাহায্য করবে ছোট একটি হলুদের টুকরো

জ্যোতিষশাস্ত্র মতে আমাদের ভেস্তে যাওয়া কাজকে নতুন করে ঠিক করতে সাহায্য করে এই হলুদ।

turmeric

—প্রতীকী ছবি।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৭:১৮
Share: Save:

হলুদ আমাদের নানা ধরনের কাজে লাগে। শুধু রান্নার কাজেই নয়, যে কোনও আচার-অনুষ্ঠানেও হলুদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ সব কাজ ছাড়াও আমাদের জীবনে হলুদের বিশেষত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের ভেস্তে যাওয়া কাজকে নতুন করে ঠিক করতে সাহায্য করে হলুদ। সন্তান থেকে শুরু করে বিয়ে, এবং নানা রোগ থেকে মুক্তি পেতেও আপনাকে সাহায্য করতে পারে ছোট একটি হলুদের টুকরো।

টোটকা

১) নির্বিঘ্নে বিয়ের জন্য বৃহস্পতিবার ঘরের লক্ষ্মী-নারায়ণের মূর্তি বা ছবির পিছন দিকে হলুদ রঙের কাগজে কিছুটা হলুদ মুড়িয়ে রেখে দিন।

২) বহু চেষ্টার পরেও বিয়ে হচ্ছে না? এ রকম কেউ যদি বাড়িতে থাকেন, তা হলে তাঁর কপালে নিয়মিত হলুদের তিলক লাগান।

৩) স্বামীর পরিপূর্ণ ভালবাসা পেতে হলুদের ছোট ছোট টুকরো দিয়ে মালা করে ১০৮বার ‘ওম রত্যৈ কামদেবায় নমঃ’ মন্ত্রটি জপ করুন।

৪) স্বামীর মন জয় করতে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা বেসন ও হলুদের তৈরি খাবার খান।

৫) বিয়েতে বার বার বাধা এলে গণেশের চরণে নিয়মিত হলুদ অর্পণ করলে বাধা তাড়াতাড়ি কেটে যাবে।

৬) মনের মতো স্বামী পেতে চাইলে সূর্যদেবকে হলুদ এবং গুড় অর্পণ করুন।

৭) বিয়ের পর সুখ ধরে রাখার জন্য বিয়ের আগে যে কোনও পাঁচ বা সাতটা হলুদ জিনিস হলুদ রঙের কাপড়ে মুড়ে ইষ্ট দেবতার কাছে রেখে দিতে হবে যত দিন না বিয়ে হচ্ছে। বিয়ে হয়ে যাওয়ার পর সেই জিনিসগুলো নদীর জলে ভাসিয়ে দিতে হবে।

অন্য বিষয়গুলি:

Astrology Astrological Tips Turmeric
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE