Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সৌভাগ্যকে নিজের কাছে বেঁধে রাখতে পবিত্র ভাদ্র মাসে এই কাজগুলি করুন

ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০০:০৫
Share: Save:

হিন্দু শাস্ত্র অনুযায়ী ভাদ্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী চারটি পবিত্র মাসের মধ্যে ভাদ্র মাস অন্যতম। এই মাস বিশেষ করে তীর্থ যাত্রার জন্য শুভ। এই মাসেই হয় শরৎ-এর শুভ আরম্ভ। হিন্দু শাস্ত্র অনুযায়ী, এমন কিছু কাজ আছে, যা ভাদ্র মাসে করলে আপনার সৌভাগ্য আরও বাড়তে পারে।

দেখে নেওয়া যাক ভাদ্র মাসে কোন কাজের মাধ্যমে সৌভাগ্য বৃদ্ধি পায়:

১) ভাদ্র মাসে ঋষি পঞ্চমী উৎসব পালিত হয়। সপ্ত ঋষির উদ্দেশে এই তিথি পালন করা হয়। এই ব্রত পালন করলে জীবন থেকে নানা সমস্যার সমাধান হয়ে যায়।

আরও পড়ুন: শশক, মৃগ, বৃষ, অশ্ব— এর মধ্যে আপনি কোন জাতীয় পুরুষ

২) এই পবিত্র ভাদ্র মাসে পঞ্চগব্য (দুধ, দধি, ঘৃত, গোমূত্র ও গোময়) সেবন করা অতি পবিত্র কাজ বলে মনে করা হয়। সঠিক পরিমাণে পঞ্চগব্য সেবন করলে দেহ ও মন পবিত্র থাকে।

৩) ভাদ্র মাসে শ্রীরাধা রানি জন্ম গ্রহণ করেছিলেন। তাই এই মাসে রাধা অষ্টমীর ব্রত পালনের মাধ্যমে নিজের সৌভাগ্য ফেরানো যেতে পারে।

৪) এই মাসে খাওয়ার বিশেষ নিয়মে বলা আছে, যে কোনও গুরুপাক জাতীয় খাবার খাওয়া একদম উচিত নয়। মশলাদার ও উত্তেজক খাদ্য বা পানীয় গ্রহণ অনুচিত বলে মনে করা হয়।

৫) এই মাসের অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী। এই ব্রত পালন করা অতি শুভ এবং প্রায় সারা ভারতবর্ষ এই ব্রত পালন করে।

৬) এই মাসের একাদশী অর্থাৎ অজা একাদশীর দিনটা মাসের সবথেকে পবিত্র দিন। এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উপবাস করা খুব শুভ। তবে এই দিন অন্ন গ্রহণ নিষিদ্ধ।

৭) ভাদ্র মাসকে ‘শূন্য’ মাস বলা হয়। প্রাচীন কৃষি সভ্যতায় এই মাসে ধান কাটা হত। কৃষি কাজ প্রায় বন্ধ থাকত। তাই এই মাসে কোনও মাঙ্গলিক কাজ করা উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhadra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE