Advertisement
২৩ সেপ্টেম্বর ২০২৩
Birth Chart

শুরু হল বৃহস্পতির বক্রগতি, কোন রাশিতে কী ফল দেবে জেনে নিন

বৃহস্পতি সৌরজগতের পঞ্চম গ্রহ। পৃথিবীর তুলনায় প্রায় ৩২০ গুণ বড় বৃহস্পতি। নিজ কক্ষপথে সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর সময় অনুযায়ী প্রায় ১২ বছর। নিজ অক্ষে একপাক ঘুরতে সময় নেয় প্রায় ১০ ঘণ্টা (৯ ঘণ্টা ৫৫ মিনিট)।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৬ জুন ২০২১ ০৮:২০
Share: Save:

বৃহস্পতি সৌরজগতের পঞ্চম গ্রহ। পৃথিবীর তুলনায় প্রায় ৩২০ গুণ বড় বৃহস্পতি। নিজ কক্ষপথে সূর্যকে এক বার প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর সময় অনুযায়ী প্রায় ১২ বছর। নিজ অক্ষে একপাক ঘুরতে সময় নেয় প্রায় ১০ ঘণ্টা (৯ ঘণ্টা ৫৫ মিনিট)। বৃহস্পতির অক্ষ ৩ ডিগ্রি বাঁকা। অ্যামোনিয়া এবং মিথেনের উপস্থিতির কারণে হলুদ এবং বাদামি রঙের দেখতে লাগে এই গ্রহকে। হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদির উপস্থিতির প্রমাণ মেলে বৃহস্পতি গ্রহে। পৃথিবী থেকে দূরত্ব ৬২৮৭ লক্ষ কিমি।

পৌরাণিক কাহিনি অনুযায়ী মহর্ষি অঙ্গিরার পুত্র দেবগুরু বৃহস্পতি। সনৎ কুমারের পরামর্শে সুপুত্র প্রাপ্তির জন্য মহর্ষি অঙ্গিরা এবং তাঁর স্ত্রী কঠিন তপস্যা করেন। তপস্যার ফলে বৃহস্পতির জন্ম হয়। জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতি জ্ঞান এবং প্রজ্ঞার কারক।

বৃহস্পতি ২০ জুন থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বক্রগতিতে অবস্থান করবে। বক্রগতির কারণে কুম্ভ রাশিতে অবস্থান থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পুনরায় মকর রাশিতে গমন করবে এবং বাকি বক্রীকাল মকর রাশিতেই অবস্থান করবে।

শাস্ত্রমতে বৃহস্পতি শুভ গ্রহ, শুভ ফল দাতা গ্রহ। বক্রগতি কালে বৃহস্পতি কোন কোন রাশিতে কী শুভ ফল দান করবে, দেখে নিন।

মেষ: রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা আয়ের ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।

বৃষ: এই রাশির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিনিয়োগ এবং কর্মক্ষেত্রে সাফল্য পাবেন।

মিথুন: শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা ধর্মীয়, আধ্যাত্মিকতা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে।

কর্কট: এই রাশির মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে সচেতনতা অবলম্বন করুন।

সিংহ: শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা এই রাশির। অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হতে পারে।

কন্যা: এই রাশির কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মামলা এবং বিতর্কিত বিষয়ে জয়ী হওয়ার সম্ভাবনা।

তুলা: শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে। হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

বৃশ্চিক: মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা এই রাশির। স্থাবর সম্পত্তির পরিকল্পনা করলে তা শুভ ফলে দেবে।

ধনু: শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই রাশিরও। আত্মবিশ্বাস, মানসম্মানও বৃদ্ধি পাবে।

মকর: মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা মকর রাশির। আয়ের ক্ষেত্রে নতুন দিশার দেখতে পাবেন। আয় ও ব্যয়ের সমতা রাখতে সক্ষম হবেন।

কুম্ভ: ব্যবসায়ে শুভ ফল পাবেন। বিনিয়োগে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। বিবাহের ক্ষেত্রে শুভ।

মীন: মিশ্র ফল দান পাবেন এই রাশির জাতকও। চুক্তির ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE