Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Birth Chart

রাশি অনুযায়ী জীবনে সাদা রং কেমন প্রভাব ফেলে

সাদা মানেই যে তা শুধুমাত্র শান্তির প্রতীক, এর কোনও অর্থ নেই। সাদা রং পরলে আমাদের শরীর শান্ত থাকে, মনে শান্তি আসে। কিন্তু প্রত্যেকটা রাশির জন্য এই রং শান্তি নিয়ে আসবেই এমনটা নয়।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৯ জুন ২০২২ ০৮:১৬
Share: Save:

সাদা মানেই যে তা শুধুমাত্র শান্তির প্রতীক, এর কোনও অর্থ নেই। সাদা রং পরলে আমাদের শরীর শান্ত থাকে, মনে শান্তি আসে। কিন্তু প্রত্যেকটা রাশির জন্য এই রং শান্তি নিয়ে আসবেই এমনটা নয়। কারণ কিছু রাশির ক্ষেত্রে সাদা রং অশান্তির কারণও হতে পারে।

দেখে নেব রাশি অনুযায়ী কেমন প্রভাব ফেলে সাদা রং—

মেষ– এই রাশির জন্য সাদা রং খুবই ভা।, যখনই সমস্যার সম্মুখীন হবেন তখন সাদা জিনিসের ব্যবহার বাড়িয়ে দিন।

বৃষ– এই রাশির ক্ষেত্রে সাদা রং খুব একটা ভাল নয়। বেশি সাদা রঙের ব্যবহার এঁদের না করাই ভাল।

মিথুন– অর্থনৈতিক দিক জোরালো করতে এবং একাগ্রতা বৃদ্ধিতে এই রাশির জন্য সাদা রং উপযুক্ত।

কর্কট– এই রাশি ক্ষেত্রে সাদা রং সব দিক থেকে শুভ। সুস্বাস্থ্য বজায় রাখতে এবং যে কোনও সমস্যা থেকে মুক্তি পেতে বেশির ভাগ সময় সাদা ব্যবহার করুন।

সিংহ– এই রাশির জন্য সাদা রং মধ্যম। তবে ভ্রমণ এবং আধ্যাত্মিক দিকের জন্য ভাল।

কন্যা– এই রাশির ক্ষেত্রে সাদা রং মাঝারি ফল প্রদান করে। সাদা রঙের বেশি ব্যবহারে এঁরা কাজের ইচ্ছা হারান এবং বেশি কথা বলে ফেলেন।

তুলা– সাদা রং এই রাশির চাকরি বা ব্যবসার সমস্যা থাকলে কাটিয়ে দেয় এবং সুস্বাস্থ্য দেয়।

বৃশ্চিক– এই রাশির জন্য বিশেষ ভাবে শুভ ফল দেয় সাদা রং। যত বেশি উন্নতি প্রয়োজন তত বেশি সাদা রং ব্যবহার করুন।

ধনু– পারিবারিক সুখ শান্তি বজায় রাখতে এবং আর্থিক দিকে উন্নতি করতে এই রাশি সাদা ব্যবহার করতে পারেন।

মকর– এই রাশির ক্ষেত্রে শুধুমাত্র নিজের কেরিয়ার গড়ার ক্ষেত্র ছাড়া আর কোনও ক্ষেত্রে শুভ নয়।

কুম্ভ– ভাগ্যকে নিজের হাতের মুঠোয় ধরে রাখতে এবং শান্তি বজায় রাখতে এই রাশির জন্য সাদা রং খুব শুভ।

মীন– এই রাশির জন্যও সাদা রং ভাল। যে কোনও সমস্যার হাত থেকে মুক্তি দিতে সাহায্য করবে এই সাদা রং।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE