কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয় দেব দীপাবলি। এটিকে দেবতাদের দীপাবলি হিসাবে মনে করা হয়। পুরাণমতে বিশ্বাস করা হয়, এই দিন মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। সেই আনন্দে দেবতারা এই দিন স্বর্গে দীপাবলি উৎসব পালন করেছিলেন। তাই কার্তিক পূর্ণিমার দিন দেব দীপাবলি পালন করা হয়। বেনারসে এই উৎসব আড়ম্বরের সঙ্গে পালন করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন এই দিন বেনারসের গঙ্গার ঘাটে ভিড় জমান দেব দীপাবলি উদ্যাপন দেখবেন বলে। এই দিনটি যেহেতু দেবতাদের দীপাবলি হিসাবে পরিচিত, তাই তাঁদের উদ্দেশে কিছু কাজ করতে পারলে খুব ভাল হয়। কয়েকটি উপায় যদি দেব দীপাবলির দিন নিষ্ঠাভরে পালন করা হয় তা হলে ভাগ্যের আঁধার কেটে সুদিন আনা সম্ভব হবে।
আরও পড়ুন:
দেব দীপাবলির টোটকা:
- দেব দীপাবলির সন্ধ্যায় বাড়ির কয়েকটি স্থানে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে মা লক্ষ্মীর কৃপায় জীবনে সমৃদ্ধি প্রাপ্তি ঘটে। তুলসী গাছের গোড়ায়, সদর দরজার পাশে, বাড়ির নিকটবর্তী পুকুর পাড়ে, ঠাকুরের আসনে ও অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ দিতে পারলে খুব ভাল হয়। তবে জোড় সংখ্যার প্রদীপ না জ্বালিয়ে, বিজোড় সংখ্যার প্রদীপ জ্বালানো উচিত। এ ছাড়া ৩৬৫ টি সলতে দিয়ে একটি বড় আকৃতির প্রদীপও জ্বালাতে পারেন। এতে বছরের প্রত্যেকটি দিনই মা লক্ষ্মী আপনার সঙ্গে থাকবেন বলে বিশ্বাস করা হয়।
- দেব দীপাবলির আগে ঘরদোর পরিষ্কার করে রাখুন। অপরিষ্কার, অগোছালো ঘরবাড়ি দেবতারা পছন্দ করেন না। তাঁদের আশীর্বাদ প্রাপ্তিতে বাধা আসে। এই এই উৎসবের আগে ঘরবাড়ি পরিষ্কার করা আবশ্যক।
আরও পড়ুন:
- বাড়ি থেকে সকল অপ্রয়োজনীয়, ভাঙা জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। বন্ধ ঘড়ি, ভাঙা কাঁচ, অব্যবহৃত জুতো প্রভৃতি জমিয়ে রাখা যাবে না। এতে জীবনে উপর অশুভ প্রভাব পড়বে। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাবে।
- বাড়ির উত্তর দিকে টাকা, সম্পদ প্রভৃতি রাখার ব্যবস্থা করুন। দেব দীপাবলির দিন আলমারি বা সিন্দুক যদি বাড়ির উত্তর দিকে সরিয়ে আনতে পারেন তা হলে খুবই ভাল হয়। না হলে আলাদা ব্যবস্থা করে সেখানে কিছু টাকাপয়সা রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপায় জীবনে সমৃদ্ধি লাভ হবে।