বাস্তু অনুযায়ী আসবার কোন দিকে রাখা উচিতঃ-
১। আয়না রাখার আর্দশ জায়গা পূর্ব বা উত্তরের দেওয়াল। দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দেওয়ালে কোনও মতেই বড় আয়না টাঙানো যাবে না।
২।দেওয়াল ঘড়ি দক্ষিণ ছাড়া যে কোন দিকে টাঙানো চলবে। তবে পূর্ব দিকে টাঙানো সবচেয়ে ভালো।
৩। প্রয়াত পূর্বপুরুষের ছবি টাঙানোর সর্বশ্রেষ্ঠ স্থান হল বাড়ির দক্ষিণ-পশ্চিম ঘরের দক্ষিণ দেওয়ালের দক্ষিণ-পশ্চিম কোণটি। বিকল্পে যে কোনও ঘরের দক্ষিণ দেওয়ালের দক্ষিণ-পশ্চিমে টাঙানো চলবে।
৪। রড় রেফ্রিজারেটর যে কোন ঘরের দক্ষিণ-পূর্ব অথবা দক্ষিণ দিকে বসানো যেতে পারে। ছোট রেফ্রিজারেটর উত্তর-পশ্চিম বা পশ্চিম দিকে বসানো চলবে।
৫।রড় বা ছোট কোনও রেফ্রিজারেটরই কোনও ঘরের উত্তর-পূর্ব বসানো চলবে না।
৬।টিভি যে কোনও ঘরের উত্তর-পশ্চিমে বসানো সবচেয়ে ভালো। বিকল্প—দক্ষিণ-পশ্চিম বা পূর্ব দিকে।
৭।বড় সোফাসেট বসার ঘরের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ বা পশ্চিম দেওয়ালের দিকে রাখা উচিত।
৮।পূর্ব দিকের ঘরের মধ্য-পূর্বে ওয়াশিং মেসিন রেখে কাচা উচিত।