জ্যোর্তিবিজ্ঞানে কেতু গ্রহের উল্লেখ পাওয়া যায় না। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেতু ছায়া গ্রহ। মহাকাশে এর কোনও শারীরিক অস্তিত্ব দেখা যায় না বললেই চলে। এটি একটি গাণিতিক বিন্দু বা নোড। কেতুর প্রভাব শুনলে মানুষের মনে প্রথমে খারাপ চিন্তাই আসে। কারণ রাহু বা শনির মতো কেতুকেও জ্যোতিষশাস্ত্রে অশুভ গ্রহের তকমা দেওয়া হয়েছে। কিন্তু অন্যান্য গ্রহের মতো কেতুও শুভ ফল দান করে। জানুয়ারি মাসের ১২ তারিখ কেতু উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। এর ফলে তিন রাশির ব্যক্তিদের ভাগ্য বদলাতে পারে বলে মনে করা হচ্ছে। কেতুর নক্ষত্র পরিবর্তনে কারা লাভবান হবেন দেখে নিন।
আরও পড়ুন:
কেতুর নক্ষত্র পরিবর্তনে কাদের ভাগ্য বদলাবে?
মেষ: কেতুর নক্ষত্র পরিবর্তন মেষ জাতক-জাতিকাদের জীবনে সুপরিবর্তন নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে। আর্থিক ক্ষেত্রে উন্নতি চোখে পড়বে। এই সময় টাকা সঞ্চয়ের খুব ভাল সুযোগ পাবেন। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা এই সময় সুখবর পেতে পারেন। এই সময় আপনাদের কাজের প্রতি দৃঢ়তা বৃদ্ধি পাবে। এর ফলে ঊর্ধ্বতনদের প্রশংসা কুড়োবেন।
সিংহ: সিংহ রাশির ব্যক্তিরাও খুব ভাল ফল পেতে চলেছেন। আপনাদের টাকার চিন্তা দূর হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ব্যয়ের পরিমাণ কমাতে না পারলে মনের মতো অর্থ সঞ্চয় করতে বেগ পেতে হবে। এই সময় আপনাদের উপর নতুন কোনও কাজের দায়িত্ব আসতে পারে, যা আপনাদের নেতৃত্বদানের ক্ষমতাকে আরও ভাল করে তুলবে। মানসিক শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক: কেতুর প্রভাবে বৃশ্চিক জাতক-জাতিকাদেরও সুদিন শুরু হবে। বিশেষ অর্থপ্রাপ্তি না হলেও, ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। আপনাদের আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। এর ফলে কর্মক্ষেত্রে নিজের তাগিদে কোনও কাজ করতে পারবেন, যা আপনাকে পদোন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সাংসারিক সুখও বজায় থাকবে।