Advertisement
E-Paper

পুশ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা কেমন হয়

পুশ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা ভীষণ সৎ, উদার, ধার্মিক, গম্ভীর ও অনুভূতি প্রবণ হয়। আপনি উজ্জ্বল বর্ণের ও যথেষ্ট পেশীবহুল হবেন। জীবনে সুখ শান্তি লাভ করাই আপনার প্রধান উদ্দেশ্য।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৯ ০০:০০
Share
Save

চারিত্রিক বৈশিষ্ট্য

পুশ্যা নক্ষত্রের জাতক-জাতিকারা ভীষণ সৎ, উদার, ধার্মিক, গম্ভীর ও অনুভূতি প্রবণ হয়। আপনি উজ্জ্বল বর্ণের ও যথেষ্ট পেশীবহুল হবেন। জীবনে সুখ শান্তি লাভ করাই আপনার প্রধান উদ্দেশ্য। আপনার মধ্যে বিন্দুমাত্র অহঙ্কারবোধ থাকবে না। আপনি একজন একনিষ্ঠ মানুষ হবেন। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এবং তাঁদের যেটুকু সম্ভব সাহায্য করতে চেষ্টা করেন। সমালোচনা একদম সহ্য করতে পারেন না, তবে নিজের প্রশংসা শুনতে বেশ পছন্দ করেন। আপনার চরিত্রের প্রধান গুণ এই যে, আপনি যে কোনও সুযোগ সুবিধা পেলে তা ভাল ভাবে কাজে লাগিয়ে নেন। ধর্মীয় কাজের জন্য যে কোনও ভাবে আপনি জনপ্রিয় হতে পারবেন।

খাদ্যের প্রতি দুর্বলতা বরাবরই থাকবে। সুস্বাদু খাবারের প্রতি খুব সহজেই প্রলুব্ধ হয়ে যান আপনি। একটু মিষ্টি কথা বলে ও ভাল ব্যবহার করে খুব তাড়াতাড়ি আপনার মন জয় করা যায়।

মায়ের প্রতি শ্রদ্ধা থাকবে প্রবল। মাতৃসমদের প্রতিও সম্মান থাকবে প্রচুর। কাজের ব্যাপারে কোনও খুঁত পছন্দ করেন না। আপনি যে কোনও কাজ খুব যত্ন ও ধৈর্যের সঙ্গে করে থাকেন। আপনার মনের ভেতর কী চলছে তা বোঝা খুব মুশকিল হবে। কোনও কারণে আপনি অসৎ লোকের খপ্পরে পড়তে পারেন। তীর্থ করতে খুব ভালবাসেন। মাঝে মাঝে যে কোনও কারণে পরিবারের কাছ থেকে দূরে যেতে হতে পারে।

পেশা

আপনি ব্যবসা করতে পারেন। তা ছাড়া নাটক, শিল্পকলা, শিক্ষক, সমাজের কাজ, শিশুদের যত্ন, ধর্মীয় প্রচারক, জল সংক্রান্ত ব্যবসা, দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত কাজ, রাজনীতি, কৃষিকাজ, খাদ্যসামগ্রী তৈরি, আইন সংক্রান্ত কাজ, অর্থ বিভাগে উন্নতি করতে পারবেন।

আরও পড়ুন: পুনর্বসু নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা এবং পারিবারিক জীবন কেমন হয়

পারিবারিক জীবন

আপনি পরিবার ও পরিবারের লোকজনদের খুব ভালবাসেন এবং তাঁদের সঙ্গে সময় কাটাতেও চাইবেন। তবে কাজের জন্য বেশির ভাগ সময় বাইরে কাটাতে হতে পারে। এর ফলে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। আপনার স্ত্রী হবেন সংসারের প্রতি খুব যত্নবান। আপনি সব কিছু স্ত্রীর সঙ্গে শেয়ার করতে না পারায় মাঝে মধ্যে ঝামেলার সৃষ্টি হতে পারে। ৩২ বছর পর্যন্ত জীবনে ঝঞ্ঝাট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এরপর আপনি সমস্ত দিকে এগিয়ে যাবেন।

Pushya Nakshatra Rashi Born
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy