Advertisement
০৫ মে ২০২৪

মাঘ মাসে জন্ম হলে জাতক-জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়

মাঘ মাসে জন্ম যাদের তারা খুব দয়ালু প্রকৃতির হয়। কোনও সময় অসময় না দেখে এরা অপরের দুঃখে এগিয়ে যেতে সব সময় প্রস্তুত থাকে। নিজের অর্থ ব্যয় করে অন্যকে সাহায্য করতে পিছপা হয় না।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share: Save:

মাঘ মাসে জন্ম গ্রহণ করলে সেই জাতক-জাতিকারা হয় ভীষণ অনুভূতিপ্রবণ। যে কোনও বিষয়ে একটুতেই মনে দুঃখ বা ব্যথা পায়। তারা সব থেকে কাছের মানুষকেও নিজের মনের কথা ঠিক মতো খুলে বলতে পারে না। এরা সাধারণত আনন্দ ও ঐশ্বর্য উপভোগ করতে খুবই ভালবাসে। এরা মেলামেশা করতে পছন্দ করলেও মাঝেমধ্যেই একলাবোধ করে। এমনকি নিজের কোনও অতি জরুরী অভিমতও নিজের মধ্যে গোপন করে রাখে। যদি কখনও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কাউকে কিছু বলে ফেলে তবে এরা খুব বেশি মনের কষ্টে ভোগে। কিন্তু নিজের সিদ্ধান্তে টিকে থাকার ক্ষমতা থাকে এদের প্রবল। মাঘ মাসে জন্ম যাদের তারা খুব দয়ালু প্রকৃতির হয়। কোনও সময় অসময় না দেখে এরা অপরের দুঃখে এগিয়ে যেতে সব সময় প্রস্তুত থাকে। নিজের অর্থ ব্যয় করে অন্যকে সাহায্য করতে পিছপা হয় না।

এরা খুব যুক্তিবাদী হয়। নিজের সব কথা যুক্তি দিয়ে বোঝাতে ভালবাসে। যুক্তি-তর্ক করা আপনার স্বভাবের অন্যতম একটা অংশ। এদের মধ্যে অত্যন্ত রাগী মানুষকে শান্ত করে দেওয়ার মতো ক্ষমতা থাকবে। এদের মধ্যে অন্তর্নিহিত গুণ প্রচুর পরিমাণে থাকলেও আত্মবিশ্বাসের অভাবে সেটা ফুটিয়ে তুলতে পারে না। বহুমুখী প্রতিভার অধিকারী হয়েও আপনাকে জীবনে প্রচুর পিছিয়ে থাকতে হতে পারে। মাঘ মাসে যাদের জন্ম তারা ভীষণ সৎ হয়। যা কাজ করে সেটা খুবই সততার সঙ্গে করে। যার ফল পরে খুব ভালভাবে পেয়ে থাকে। এরা খুবই কল্পনার জগতে থাকতে বা দিবা স্বপ্ন দেখতে ভালবাসে। তবে তাদের সব স্বপ্ন যে পূরণ হয় তা নয়। পরিবারের সকলকে যেমন ভালবাসে, তেমনই তাদের ওপর কর্তৃত্ব করতেও ছাড়ে না। জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে।

আরও পড়ুন: নর-নারীর কণ্ঠস্বরের মাধ্যমে তাদের চিনে নিন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Magha Rashi Born
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE