২৬ জুলাই ২০২৫, শনিবার শুক্র রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে। আগামী ২৭ দিন শুক্র সেখানেই থাকবে। মিথুনে বর্তমানে অবস্থান করছে বৃহস্পতি। মিথুনে প্রবেশ করে শুক্র বৃহস্পতির সঙ্গে সহ-অবস্থান করবে। এর ফলে তৈরি হবে ধনলক্ষ্মীযোগ। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই যোগ অত্যন্ত শুভ একটি যোগ। রাশিচক্রের ১২টি রাশিই এর প্রভাবে উপকৃত হবেন। তবে মিথুনের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম ও দ্বাদশ ঘরে থাকা রাশিগুলির উপর এই যোগের বিশেষ প্রভাব পরিলক্ষিত হবে।
আরও পড়ুন:
ধনলক্ষ্মী যোগের সুপ্রভাব কারা পাবেন?
মেষ: মেষ রাশির জীবনে লক্ষ্মীলাভ হবে। জীবনের সমস্ত দুঃখ নাশ হয়ে সুখের দিন শুরু হবে। হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে। দামি কোনও জিনিস কেনার পরিকল্পনা থাকলে এখনই কিনে ফেলুন। মেষ রাশির জাতক-জাতিকারা এই ক’দিন বিলাসবহুল জীবন কাটাতে পারবেন।
আরও পড়ুন:
বৃষ: ধনলক্ষ্মীযোগ বৃষ রাশির জীবনে সুসময় নিয়ে আসবে। আটকে থাকা কাজ হয়ে যাবে। সম্পর্কে দূরত্ব দূর হয়ে মধুরতা বৃদ্ধি পাবে। এই ২৭ দিন সফলতা আপনাদের সঙ্গেই থাকবে। ব্যয়বহুল কোনও জিনিস কেনার জন্য এই সময়কাল আদর্শ।
আরও পড়ুন:
কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবন থেকে এই সময় সকল সমস্যা দূর হবে। অর্থ সংক্রান্ত সমস্ত ঝামেলা মিটে যাবে। বিয়ের কথা হতে পারে। এত দিন ধরে যাঁদের বিয়ে আটকে ছিল, এই সময় পাকা কথা হয়ে যেতে পারে। কর্কট রাশির ব্যক্তিদের ঝিমিয়ে থাকা ভাগ্য এই সময় মাথাচাড়া দেবে।
ধনু: ২৬ জুলাই থেকে ধনু রাশির জীবনে শুরু হবে আনন্দের সময়। দুঃখ-কষ্ট কাছে ঘেঁষতে পারবে না। পেশাগত ক্ষেত্রে পদোন্নতি হতে পারে। সাফল্যের পথে আসা সমস্ত বাধা কেটে যাবে। ঋণের বোঝা থেকে মুক্তি মিলবে। টাকাপয়সার কোনও অভাব থাকবে না।
আরও পড়ুন:
মীন: মীন রাশির ব্যক্তিদের অর্থভাগ্য এই ২৭ দিনে বদলে যাবে। বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। পছন্দের দামি জিনিস কেনার আগে দু’বার ভাবতে হবে না। ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। সম্পর্কের জটিলতাও কেটে যাবে।