কোটিপতি হওয়ার স্বপ্ন কে না দেখেন! সকলেই অনেক সম্পত্তির মালিক হতে চান। কিন্তু সকলের ভাগ্যে সে সুবর্ণযোগ থাকে না। অনেকে প্রচুর পরিশ্রমের পরেও যোগ্য টাকা লাভ করেন না। তেমনই বহু মানুষ বিশেষ কষ্ট না করেই প্রচুর টাকা পেয়ে যান। শাস্ত্রমতে, এর নেপথ্যে রয়েছে জন্মছকে কয়েকটি গ্রহের যোগ। রাশিচক্রের ১২টি রাশির মধ্যে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জন্মপত্রিকাতেই সাধারণত সেই যোগ বেশি দেখা যায়। জেনে নিন ধনবানদের তালিকায় কারা রয়েছেন।
আরও পড়ুন:
কোন কোন রাশির জন্মছকে কোটিপতি হওয়ার যোগ দেখা যায়?
মেষ: ধনসম্পদের সঙ্গে রবির সম্পর্ক রয়েছে। মেষ রাশির জন্মছকে রবির শুভ অবস্থানের জন্য এই রাশির জাতক-জাতিকারা প্রচুর ধনসম্পদের মালিক হন। জীবনে কখনও টাকাপয়সার অভাব হয় না।
কর্কট: কর্কট রাশির ব্যক্তিরা বৃহস্পতির কৃপায় আর্থিক দিক দিয়ে সচ্ছলতা লাভ করেন। বৃহস্পতির আশীর্বাদে এই রাশির ব্যক্তিরা সহজেই কোটি টাকার মালিক হতে পারেন।
তুলা: শনির কৃপাতেও ধনসম্পদ প্রাপ্তি হয়। তুলা রাশির জাতক-জাতিকাদের কোষ্ঠীতে শনি সুস্থানে থাকলে ভাগ্য খুলে যায়। টাকাপয়সা সংক্রান্ত কোনও সমস্যা এঁদের কাছে ঘেঁষতে পারে না। কোটিপতি হওয়ার পথ সুপ্রশস্ত হয়।
আরও পড়ুন:
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের জন্মছকে মঙ্গল শুভ স্থানে থাকলে চোখে পড়ার মতো অর্থলাভ হয়। মঙ্গল ধনসম্পদের কারক গ্রহ। মঙ্গল যদি চায়, মকর রাশির জাতক-জাতিকারা অনায়াসেই কোটিপতির আসনে বসতে পারেন।
আরও পড়ুন:
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কোটিপতি হওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয় না। কোনও গ্রহের কল্যাণে নয়, বরং পূর্বপুরুষের সম্পত্তি লাভের দ্বারা এঁরা অনায়াসেই কোটির পাহাড় ছুঁয়ে ফেলেন। পরিসংখ্যান বলছে, বৃশ্চিক রাশির ব্যক্তিরা অন্যান্য রাশির ব্যক্তির তুলনায় বেশি পৈতৃক সম্পত্তি লাভ করেন।