বহু মানুষেরই নখ খাওয়ার মতো বদভ্যাস রয়েছে। খারাপ জানা সত্ত্বেও দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস বহু মানুষই ছাড়তে পারেন না। বাচ্চাদের তাও বকে-ধমকে ছাড়ানো যায়, তবে বড়রা দাঁত দিয়ে নখ কাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারেন না। এই অভ্যাস যে কেবল শরীরের ক্ষতি করে সেটা নয়। জন্মছকেও এর কুপ্রভাব পড়ে।
আরও পড়ুন:
-
শোয়ার ঘরের জন্য কী রঙের পর্দা উপযুক্ত? বসার ঘরের পর্দার রং কী হবে? ঘর সাজানোর ‘শুভ’ টিপ্স দিলেন জ্যোতিষী
-
কান্না তাঁদের জীবনসঙ্গী! জীবনে যে কোনও অবস্থায় মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে হয় যে পাঁচ রাশিকে
-
মাতৃভূমিতে ‘ঝিমিয়ে থাকে’ পেশার ভাগ্য, জেগে ওঠে প্রবাসে গেলে! যে ছয় রাশির ভাগ্য ঘোরে বিদেশের মাটি ছুঁলে
দাঁত দিয়ে নখ কাটার ফলে কী কী ক্ষতি হয়?
১. নখ কামড়ানোর ফলে শনির কুনজরের শিকার হতে হয়। জন্মছকে শনির খারাপ প্রভাব পড়ে।
২. শাস্ত্রমতে, নখ কামড়ানোর ফলে অর্থের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। সংসারে অভাব-অনটন দেখা দেয়।
৩. কেবল শনি নয়, নখ কামড়ানোর ফলে রাহু এবং কেতুও রুষ্ট হয়। এর প্রভাবে জীবনে দুঃখের অন্ত থাকে না। জীবন সব দিক থেকে দুর্বিষহ হয়ে ওঠে।
আরও পড়ুন:
৪. বিশ্বাস করা হয়, নখ কামড়ানোর ফলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হন। এর ফলে অর্থের সমস্যা পিছু ছাড়তে চায় না।
৫. নখ কামড়ানোর ফলে জন্মছকে রবির স্থানও দুর্বল হয়। এর কুপ্রভাব পড়ে আমাদের পেশাক্ষেত্রের উপর। চাকরি হোক বা ব্যবসা, কোনও ক্ষেত্রেই সাফল্য লাভ করা যায় না।