পুজো মানেই ধূপ-ধুনোর সুগন্ধে বাড়ি ম-ম করা। যে গন্ধে মন-প্রাণ সব ভরে যায়। পুজোর সময় ধূপকাঠি না জ্বাললে যেন পুজো সম্পূর্ণ হয় না। ধূপকাঠি জ্বেলে পুজো করলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং বাস্তুর নেগেটিভ শক্তি দূর হয়ে যায়। এ ছাড়া ধূপকাঠির সুগন্ধে মানসিক শান্তি পাওয়া যায়। প্রতি দিন পুজোর সময় সকাল-সন্ধ্যা অবশ্যই ধূপকাঠি জ্বালানো উচিত। তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী, ধূপকাঠি জ্বালানোর বিশেষ কিছু নিয়ম রয়েছে। সপ্তাহে দুটো দিন ধূপকাঠি জ্বালানো একেবারেই উচিত নয়। জেনে নিন কেন।
সপ্তাহে কোন কোন দিন ধূপকাঠি জ্বালতে নেই?
শাস্ত্রমতে, রবিবার এবং মঙ্গলবার ধূপকাঠি জ্বালতে নেই। এতে পিতৃপুরুষেরা অসন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়।
কেন এই দুটো দিন ধূপকাঠি জ্বালতে নেই?
ধূপকাঠি বাঁশ দিয়ে তৈরি হয় এবং হিন্দু ধর্মমত অনুযায়ী বাঁশ অত্যন্ত শুভ জিনিস। তাই বাঁশ গাছ, অর্থাৎ লাকি বাম্বু বাড়িতে, অফিসে রাখা হয়। এতে বাড়িতে বা অফিসে পজ়িটিভ শক্তি ছড়িয়ে পড়ে এবং বাস্তুর মঙ্গলসাধন হয়। ধূপকাঠি বাঁশ দিয়ে তৈরি হয় বলে এটা নির্দিষ্ট দু’দিন জ্বালানো উচিত নয়। রবিবার এবং মঙ্গলবারে বাঁশ জ্বালানো খুবই অশুভ বলে মানা হয়।
আরও পড়ুন:
এই দুটো দিন ধূপকাঠি জ্বাললে কী হয়?
এই দুটো দিন ধূপকাঠি জ্বাললে সংসারে অভাব-অনটন দেখা দেয়। এ ছাড়া সংসারে অশান্তি প্রবেশ করে এবং পিতৃপুরুষেরাও রাগ করেন। ধূপকাঠির বদলে এই দু’দিন কাঁচাকাঠি (কাঠিবিহীন মোটা মোটা ধূপকাঠি), কর্পূর ও ধুনো জ্বালানো যেতে পারে।