২৬ জুলাই ২০২৫, শনিবার, ভারতীয় সময় সকাল ৮টা ৫৭ মিনিটে শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গমন করবে। আগামী ২০ অগস্ট ২০২৫ পর্যন্ত শুক্র মিথুন রাশিতে অবস্থান করবে। শুক্র দ্রুত গতির গ্রহ। এই কারণে শুক্র এক রাশিতে অল্প সময়ের জন্য অবস্থান করে। অল্প সময় অবস্থানের কারণে ধীর গতির গ্রহের রাশি পরিবর্তনের মতো শুক্রের রাশি পরিবর্তনকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। তবে ২৬ তারিখের পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যেই অবস্থান করছে। শুক্রের আগমনে দেবগুরু এবং অসুরগুরুর সহ-অবস্থান হবে। বৃহস্পতি এবং শুক্র, উভয়ই শুভ গ্রহের তালিকাভুক্ত। শাস্ত্রমতে, বৃহস্পতি এবং শুক্রের সংযোগ বিশেষ শুভযোগ সৃষ্টি করে। এই যোগ কেন্দ্রে বা ত্রিকোণে, অর্থাৎ চতুর্থ, পঞ্চম, সপ্তম, নবম এবং দশমে বিশেষ শুভ ফল দান করবে। একটি বিষয় অবশ্যই বলা দরকার, মিথুন রাশির নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে বর্তমানে রাহু অবস্থান করছে। রাহু নবমে অবস্থান করে শুক্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কারণে শুক্রের ফলদানের ক্ষমতা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
দুই গুরুর অবস্থানে মিথুন রাশির জীবনে শুভ সময় শুরু হবে। চিন্তার কোনও কারণ নেই। সিংহ রাশির একাদশে দুই গুরুর অবস্থান সিংহ রাশিকে আয় এবং অর্থপ্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল দান করবে। কন্যা রাশির কর্মক্ষেত্রে বিশেষ সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশির নবমে অবস্থানের কারণে বিভিন্ন দিক থেকে শুভ ফলপ্রাপ্তি হবে। ধনু রাশির সপ্তমে অবস্থানের কারণে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে শুভ, স্ত্রীর সফলতা এবং দাম্পত্যসুখের ক্ষেত্রেও ভাল ফল লাভ হবে। কুম্ভ রাশির সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি হবে। মীন রাশির গৃহসুখ বৃদ্ধির সঙ্গে গৃহে শুভ অনুষ্ঠানের সম্ভাবনা বৃদ্ধি পাবে। জন্মকালীন গ্রহের অবস্থান এবং দশা অনুযায়ী প্রাপ্ত ফলের পরিবর্তন হতে পারে।