কার্যসিদ্ধির জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। কেউ তোষামোদ করেন, কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করেন, তেমনই অনেকে আবার কথার জালে কাজ আদায় করেন। কথার জালে কাজ আদায় করা সহজ নয়। সবার পক্ষে এই কাজ সম্ভবও নয়। কাউকে নিজের কথায় ফাঁসানোর আগে জানতে হয় উল্টো দিকে থাকা ব্যক্তির মন কিসে গলবে। কোন কথা বললে কাজ হাসিল করা যাবে সেটা বোঝার জন্য বিপরীত দিকে থাকা মানুষটির সম্বন্ধে গভীর জ্ঞান থাকা প্রয়োজন। না হলে কাজ সম্পন্ন হওয়া মুশকিল। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে লোকজনকে কথার জালে ফাঁসানোর ব্যাপারে পারদর্শী চার রাশির ব্যক্তিরা। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
আরও পড়ুন:
কোন চার রাশি মানুষকে কথা দিয়ে বোকা বানায়?
মিথুন: লক্ষ্যপূরণের জন্য অপরকে লক্ষ্যচ্যূত করতে কথার জাদু ব্যবহার করেন মিথুন রাশির জাতক-জাতিকারা। এঁদের সদাহাস্য মুখ দেখলে চট করে ধরতে পারা যায় না যে এঁদের মনে ঠিক কী চলছে। কিন্তু এই রাশির ব্যক্তিদের কথাবার্তা যদি বিশ্লেষণ করে দেখা যায়, তা হলেই এঁদের মনের গহীনে থাকা আসল উদ্দেশ্যটি ধরা পড়ে।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও মন ভোলানো কথা বলার ব্যাপারে এগিয়ে রয়েছেন। এঁরা প্রথমে বিপরীতের মানুষকে বোঝার সময় নেন। কী বললে সমস্ত কাজ আনন্দের সঙ্গে করে দেবেন, সেটা আগে বুঝে নেন বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা। তার পর ঝোপ বুঝে কোপ মারেন। এই রাশির ব্যক্তিরা এতটাই ধূর্ত হন যে তাঁদের এই কাজ কখনও ধরা পড়ে না।
মকর: শনির রাশি মকরও কথার ভাঁজে মানুষকে বোকা বানানোর ব্যাপারে ওস্তাদ। এঁরা সাধারণত প্রয়োজনের বেশি কথা বলতে পছন্দ করেন না। তবে কার্যসিদ্ধির জন্য এঁরা যা কিছু করতে পারেন। বিপরীতে থাকা মানুষ এঁদের জীবন দেখে সহজেই এঁদের জালে পা ফেলে দেন। ভাবেন নিজেরই ভাল হবে। তাঁরা মকর জাতক-জাতিকাদের আসল উদ্দেশ্যের আভাস বা নাগাল, কিছুই পান না।
মীন: বাস্তব-বিরূপ মীন রাশির জাতক-জাতিকারাও এই দৌড়ে সামিল হয়েছেন। এঁদের খামখেয়ালিপনা দেখে কেউ চট করে সেটা ধরতে পারেন না। কিন্তু এই রাশির মানুষেরা সন্তর্পণে নিজেদের কাজ চালিয়ে যান। মীনের জাতক-জাতিকারা প্রধানত বিপরীতে থাকা ব্যক্তির আবেগকে তাগ করেন। এঁরা এমন ধরনের কথা বলেন যাতে অপর মানুষটি আবেগের বশে কাজটি করে দিতে বাধ্য হন।