Advertisement
২৭ এপ্রিল ২০২৪

বিভিন্ন রাশির জাতক/জাতিকা কী ভাবে নিজের উদ্দেশ্য হাসিল করে (শেষ অংশ)

বৃশ্চিক রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: এরা প্রথমে আপনাকে নিজের বশে আনার জন্য ‘অমুক তারিখের মধ্যে না পেলে দেখবে কী করি’— জাতীয় হুমকি দেবে।

অসীম সরকার
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৮ ০০:৩৫
Share: Save:

বৃশ্চিক রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: এরা প্রথমে আপনাকে নিজের বশে আনার জন্য ‘অমুক তারিখের মধ্যে না পেলে দেখবে কী করি’— জাতীয় হুমকি দেবে। যদি দেখা যায় তাতেও কাজ হচ্ছে না, যদি আপনার স্ত্রী হয়, তা হলে আপনার সঙ্গে কথা বন্ধ রাখবে। এমন ভাব দেখাবে যেন, সমস্ত সম্পর্ক ছিন্ন। এরপরেও আপনি যদি রাজি না হন, তখন ভয় বা হুমকি দেবে মেয়েলি কায়দায়, যাতে আপনি রাজি হন বা সম্মতি দেন।

ধনু রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: ধনু রাশি যদি আপনার স্ত্রীর রাশি হয়, কোনও কিছু আদায়ের জন্য এরা অদ্ভুত আচরণ করে থাকে। হঠাত্ করে প্রসঙ্গান্তরে চলে গিয়ে এমন কিছু বলতে শুরু করে, যাতে আপনার দোষ ছিল। আপনার স্ত্রী বার বার আপনার নেগেটিভ জায়গায় আঘাত করে কথা বলবে। এক সময়ে এই সব কথা শুনতে শুনতে আপনি মত দিয়ে দেবেন স্ত্রী যা করতে চাইছে তাই করুক।

মকর রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: মকর যদি আপনার স্ত্রীর রাশি হয়, কোনও কিছুতে আপনার আপত্তি থাকলে, সেই ব্যাপারে আপনাকে ম্যানিপুলেট করতে সে আপনার অতীতে যত অসফল কাজের নিখুঁত পরিসংখ্যান তুলে ধরবে, আর এমন ভাবে বলবে যাতে আপনি দোষী বনে যাবেন। পরিশেষে আপনাকে ওর কথায় সায় দিতেই হবে।

কুম্ভ রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: এরা অনেকটা কন্যা রাশির মতোই ব্যবহার করে।

মীন রাশি কী ভাবে উদ্দেশ্য হাসিল করে: মীন যদি আপনার প্রেমিকার রাশি হয়, কোনও ব্যাপারে মতের অমিল হলে বা কথা কাটাকাটি হলে প্রথমে আপনার সঙ্গে কোনও কথা বলবে না। ফোন করলে ফোন তুলবে না, কাছে ডাকলে সাড়া দেবে না, দেখা করতে গেলে দেখা করবে না,সামনা সামনি দেখা হলে আপনার চোখের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকাবে। যে দিন আপনার প্রেমিকা যা করতে চেয়েছেন তাতে মত দেবেন, সে দিন থেকে সে আবার স্বাভাবিক ভাবে কথা বলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

People Manipulate Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE