দাম্পত্যসুখে প্রায় সকল মানুষই সুখী হতে চান। কিন্তু সকলের ভাগ্যে সেই সুখ চিরস্থায়ী হয় না। সম্পর্কে ঝগড়া-অশান্তি লেগেই থাকে। তবে মাঝেমাঝে সেই ঝামেলা এতই বড় আকার ধারণ করে যে বিচ্ছেদ পর্যন্ত গড়িয়ে যায়। এর নেপথ্যে কলকাঠি নাড়ে গ্রহেরা। গ্রহের গোচরকালীন অবস্থানের কারণে সম্পর্কে কখনও কখনও সমস্যা সৃষ্টি হয়। নভেম্বরে অনেক গ্রহই নিজেদের অবস্থান ও গতি বদলাচ্ছে। এর প্রভাব সম্পর্কক্ষেত্রের উপর দেখা যাবে। কারও ভাল হবে, কারও খারাপ। গ্রহের অবস্থান অনুযায়ী আগামী নভেম্বর মাসে দাম্পত্য সম্পর্কে কোন রাশি কেমন ফল পাবে দেখে নিন।
আরও পড়ুন:
মেষ রাশি: মাসের প্রথম ভাগে মেষ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। বুঝেশুনে কথা বলুন, না হলে সমস্যা বৃদ্ধি পাবে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতক-জাতিকার দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় শুভ ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: নভেম্বরে মিথুনের দাম্পত্য সম্পর্কে শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ। প্রথম ভাগে একটু ঝামেলা দেখা দেবে। মাথা শান্ত রাখলে সেই ঝামেলা কাটিয়ে ওঠা সম্ভব হবে।
কর্কট রাশি: কর্কট রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকার ফলে ভাল ফল লাভ করবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ তুলনামূলক শুভ। দ্বিতীয় ভাগে সামান্য অশান্তি হতে পারে। তবে তা নিজেদের মধ্যে মিটিয়ে নিতে পারবেন।
আরও পড়ুন:
সিংহ রাশি: নভেম্বরে সিংহ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রবল অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। কথায় রাশ টানা প্রয়োজন।
কন্যা রাশি: এই মাসে কন্যার দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্কের কারণে দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তি হবে।
তুলা রাশি: তুলা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে আশানুরূপ শুভ ফল প্রাপ্তি না হলেও, শেষ ভাগে শুভ ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি: নভেম্বরে বৃশ্চিক রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। বেশি মাথা গরম করলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।
আরও পড়ুন:
ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগ তুলনামূলক শুভ। প্রথম ভাগে বুঝেশুনে কথা বলা বাঞ্ছনীয়।
মকর রাশি: নভেম্বরে মকর রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান থাকায় খুবই শুভ ফলপ্রাপ্তি ঘটবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ তুলনামূলক শুভ।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান থাকার ফলে এই মাসে দাম্পত্যসুখ থেকে বঞ্চিত হতে হবে। কথায় লাগাম না টানলে ঝামেলা আরও বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ।
মীন রাশি: এই মাসে মীন রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।