Advertisement
১৯ মে ২০২৪

কেমন যাবে আগামী বছর? কী বলছে আপনার পার্সোনাল ইয়ার সংখ্যা (প্রথম পর্ব)

সংখ্যা বিজ্ঞানে পারসোন্যাল ইয়ার সাইকেল হচ্ছে ৯ বছরের লম্বা সাইকেল বা চক্র। এখানে ৯টা বছরকে একটা সম্পূর্ণ চক্র বা নয় বছরের একটা যুগও বলা চলে। এর প্রত্যেকটা বছরের আলাদা আলাদা তাৎপর্য বা মানে আছে, যা নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।

অসীম সরকার
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share: Save:

সংখ্যা বিজ্ঞানে পারসোন্যাল ইয়ার সাইকেল হচ্ছে ৯ বছরের লম্বা সাইকেল বা চক্র। এখানে ৯টা বছরকে একটা সম্পূর্ণ চক্র বা নয় বছরের একটা যুগও বলা চলে। এর প্রত্যেকটা বছরের আলাদা আলাদা তাৎপর্য বা মানে আছে, যা নীচে বিস্তারিত ভাবে আলোচনা করা হবে।

প্রতি ৯ বছর পর আবার প্রথম পারসোন্যাল ইয়ার ফিরে আসে।

এ বার, আমরা জানার চেষ্টা করব, কী ভাবে পারসোন্যাল ইয়ার সংখ্যা বের করতে হয়। ধরা যাক, কোনও জাতকের নাম স্বপন কুমার চট্টোপাধ্যায় এবং তার জন্ম তারিখ ২৬ জানুয়ারি, ১৯৫০ সাল। এ বার স্বপনবাবুর পারসোন্যাল ইয়্যার সংখ্যা কী ভাবে বের করব? এই ইয়ার সংখ্যা বের করতে হলে শুধু জন্ম দিন ও জন্ম মাস নিতে হবে। আমরা স্বপনবাবুর ২০১৯ সালে ভবিষ্যৎ কেমন যাবে তা জানার চেষ্টা করব।

ইউনিভার্সাল ইয়ার ২০১৯

ইউনিভার্সাল ইয়ার সংখ্যা= ২০১৯= ২+০+১+৯=১২=১+২=৩

পার্সোনাল ইয়ার সংখ্যা= জন্ম দিন সংখ্যা + জন্ম মাস সংখ্যা + ইউনিভার্সাল ইয়ার সংখ্যা

জন্ম দিন সংখ্যা = ২৬ = ২+৬= ৮

জন্ম মাস সংখ্যা= জানুয়ারি= ১

স্বপন বাবুর পার্সোনাল ইয়ার সংখ্যা= ৮+১+৩=১২=১+২=৩

অর্থাৎ স্বপন বাবুর পার্সোনাল ইয়ার সংখ্যা হল= ৩ পার্সোনাল ইয়ার।

এ বারে আমরা পরপর ইয়ার সংখ্যা সম্বন্ধে জানার চেষ্টা করব—

১ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- যাদের ২০১৯ সালে গণনা করে ১ পার্সোনাল ইয়ার পাওয়া যাবে, তাদের পক্ষে আগামী ৯ বছরের যে চক্র আসছে, তাদের জীবনে এটা নতুন করে আরম্ভের বছর, নতুন করে স্বাধীন ভাবে চলার বছর, নতুন কোনও সাফল্যের বছর।

আরও পড়ুন: লাইফ এক্সপ্রেশান সংখ্যা আপনার সম্বন্ধে কী বলে দেখে নিন

এই সময়ে অনেক নতুন নতুন সুযোগ এসে উপস্থিত হয়। এই সময়ে অনেক পুরনো খারাপ প্রভাব প্রাকৃতিক নিয়মে আপনা আপনি চলে যায় যা আগে বাধা সৃষ্টি করছিল।

গত বছর পুরনো নয়ের চক্র শেষ হয়েছে, এই বছর নতুন নয়ের চক্রের সবে আরম্ভ হতে চলেছে। এই সময় আপনাদের মনে হবে, গত বছর যে চাপ আপনি বহন করেছিলেন তার থেকে আপনি অনেকটা ভার মুক্ত।

এই বৎসর অনুভব করবেন, আপনি সঠিক রাস্তার খোঁজ পেয়েছেন, সেটা ধরে আপনাকে চলতে হবে।

এই সময়ে আপনি অনুভব করবেন, শরীর ও মন পূর্বের চেয়ে অনেক বেশি সতেজ ও বলশালী। অনেক বেশি প্রেরণা আপনি ভিতরে ভিতরে অনুভব করছেন।

এই সময়ে আপনি অনুভব করবেন যে, আপনার সামনে এক বা একাধিক সুযোগ এসে হাজির হয়েছে যা আপনার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে।

বেশির ভাগ ক্ষেত্রে এই সময় চাকরি বা ব্যবসা যেটা উপযোগী হবে সেই জাতীয় কোনও সুযোগ এসে উপস্থিত হয়। এই সময়ে পিছনে ফিরে তাকানোর সময় নেই। এখন একটাই কাজ, এগিয়ে চলা।

এই বছর আগামী নয় বছরের যে চক্র আপনার সামনে আসছে তার বীজ বোনার বছর।

২ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- এই বছরকে নিউম্যারোলজিতে বলা হয়ে থাকে ধীরে চলার বছর। আসতে আসতে এগিয়ে চলার বছর। এর কারণ, গত তিন বছর (গত চক্রের ৮ এর বছর, ৯ এর বছর এবং এই চক্রের প্রথম বছর) ব্যস্ততম বছর ছিল যা অতিক্রম করে আসা হয়েছে। গত তিন বছর শুধু নিজের কী হবে এই ভাবতেই সময় কেটেছে। নিজকে প্রতিষ্ঠিত করতে হবে এই লক্ষে দিন কেটেছে। শুধু নিজেকে নিয়েই ভাবনা ছিল।

এ বার তা থেকে সরতে হবে। এ বার ভাবতে হবে আবেগ, সম্পর্ক এই সব নিয়ে। এ বার নিজেকে নিয়ে নয়, পরিবার, বন্ধু, সহকর্মী, প্রতিবেশীদের নিয়ে ভাবতে হবে। আর তাদের প্রতি মনোযোগ দিতে হবে। এই সময়ে পরীক্ষা দিতে হবে বিশ্বাসের। পরীক্ষা দিতে হবে বাবা, মা, বউ, ছেলে ও মেয়েকে।

যারা নানা কারণে বিয়ের সুযোগ পাচ্ছিলেন না, তারা এই সময়ে ঘর বাঁধার সুযোগ পাবেন। এই সময় নানা ধরনের সামাজিকতা ও আত্মীয়তা করার সুযোগ এসে হাজির হবে। কান পেতে শোনার চেষ্টা করতে হবে আপনার অন্র পুরুষের কথা।

এই সময় ধীর ভাবে উন্নতির সময়। যে বীজ গত বছর বোনা হয়েছে, তার থেকে যে চারা গাছ বেরিয়েছে তার লালন পালন করতে হয় এই বছর।

৩ পার্সোনাল ইয়ারের ২০১৯ কেমন যাবে- যাদের গণনা করে ৩ পার্সোনাল ইয়ার সংখ্যা বের হবে, তাদের ২০১৯ ভাল যাবে। তিন হচ্ছে সৃষ্টিশীল সংখ্যা। যারা কোনও না কোনও ভাবে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, এই বছর তাদের কাজ সাধারণের মধ্যে স্বীকৃতি পাবে।

আর যারা সে ভাবে শিল্পী নয়, তারাও তাদের অন্তরে যে সৃজনশীল মন আছে, তারাও তার অন্তর বিকাশের কিছু না কিছু মূল্য পাবেন।

এই বছর কৌতুক, যে কোনও রকম ভ্রমণ, সামাজিকতার সুযোগ আসবে। মানুষ আনন্দের সন্তান। সুতরাং সংখ্যা বিজ্ঞানে তিনের পার্সোনাল বছর সেই আনন্দ প্রকাশের বছর যা আমরা চাই বা না চাই প্রতি নয় বছরের চক্রে একবার করে এসে থাকে।

এই সময় আপনি অনুভব করবেন, আপনি অনেক বেশি সৃষ্টিশীল কাজের প্রেরণা পাচ্ছেন। অনেক রকম যোগাযোগ ঘটছে। এই সময়ে আপনার নিজেকে অনেক হালকা ও চাপমুক্ত মনে হবে।

এই সময়ে আপনার অন্তরের কোনও গোপন ইচ্ছা, যা বাস্তব রূপ পাচ্ছিল না, তা এই সময়ে রূপ পাবে। যারা জগতকে কিছু দিতে চান, সুযোগ পাচ্ছিলেন না, এ বার সেই সুযোগ আপনার সামনে হাজির হবে।

গ্রাফিক: তিয়াসা দাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

personal year number Rashi Year
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE