Advertisement
E-Paper

বাড়িতে হোক বা বাইরে, খাবারে ঘন ঘন চুল পাচ্ছেন? নেপথ্যে থাকা ভয়াল কারণটির খোঁজ দিলেন জ্যোতিষী

খাবারে মাঝেমধ্যে চুল পড়তেই পারে। কিন্তু সেই ঘটনা যদি বার বার ঘটে তখন? ব্যাপারটা কি নিতান্তই কাকতালীয়, না কি এর পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে, সেটা কখনও ভেবে দেখেছেন?

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১১:৫১
hair in food

—প্রতীকী ছবি।

সকালে কাজে বেরোনোর তাড়া, তার মধ্যে খেতে বসে প্রথম ভাতের দলাটা মুখে নিতেই জিভে ঠেকল চুল! মেজাজটাই খারাপ হয়ে গেল। রাগ করে, আর এক দানাও মুখে না তুলে বেরিয়ে গেলেন। দুপুরে অফিসে বসে খাওয়ার সময়ও সেই একই ঘটনা ঘটল। কিন্তু ব্যাপারটা কি নিতান্তই কাকতালীয়, না কি এর পিছনে কোনও বিশেষ কারণ রয়েছে, সেটা কখনও ভেবে দেখেছেন?

খাবারের থালায় এক-দু’বার চুল পড়তেই পারে। এটি অত্যন্ত সাধারণ একটি বিষয়। কিন্তু এই ঘটনা যদি বার বার ঘটতে থাকে, তখন সেটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ খাবারে চুল পড়ার মতো বিষয় বার বার ঘটতে থাকা মোটেও ভাল ব্যাপার নয়। এতে স্বাস্থ্যের অবনতি হতে পারে। একই সঙ্গে খাবারে চুল পড়া অশুভ কোনও জিনিসের সঙ্কেতও হতে পারে।

শাস্ত্র বলছে, খাবার মুখে তোলার আগেই যদি তাতে চুল দেখতে পান তা হলে বুঝতে হবে পূর্বপুরুষেরা আপনার উপর রেগে আছেন। আপনি পিতৃদোষের শিকার হয়েছেন। এর ফলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। পরলোকে গমন করা কেউ যদি আমাদের উপর রেগে থাকেন, তা হলে সাজানো জীবন তছনছ হয়ে যায়। জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়ে যায়। বিভিন্ন দিক থেকে নানা বিপদ আমাদের দিকে ধেয়ে আসে। এর থেকে মুক্তি পেতে শীঘ্রই কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলে তাঁদের সৎকারের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ, তাঁদের আত্মার শান্তি কামনায় পুজো করা উচিত। এতে আপনার পূর্বপুরুষেরা শান্ত হবেন। বার বার খাবারে চুল পড়ার হাত থেকে রক্ষা পাবেন। একই সঙ্গে জীবনের সকল নেগেটিভ শক্তি সরে গিয়ে, পজ়িটিভ শক্তির সঞ্চালন ঘটা শুরু হবে।

Astrology Astrological Prediction Astrological Explanations Astrological Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy