Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Vastu Shastra

ছবি অনুযায়ী ক্যালেন্ডার ঘরের সঠিক দেওয়ালে লাগান, গৃহে উন্নতি হবে দ্বিগুণ

নতুন বছরে যখন আমরা ক্যালেন্ডার পাই, তখন খুব আনন্দের সঙ্গে দেওয়ালে ঝুলিয়ে দিই। একটা ক্যালেন্ডার প্রায় আমাদের সারা বছর দিনক্ষণ দেখার কাজে লাগে।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২১ ০৮:১৭
Share: Save:

নতুন বছরে যখন আমরা ক্যালেন্ডার পাই, তখন খুব আনন্দের সঙ্গে দেওয়ালে ঝুলিয়ে দিই। একটা ক্যালেন্ডার প্রায় আমাদের সারা বছর দিনক্ষণ দেখার কাজে লাগে। যার ফলে সারা বছরই আমরা ঘরের দেওয়ালে তা রেখে দিই। ক্যালেন্ডারে দেবতা সহ নানা প্রকার ছবি দেওয়া থাকে। বাস্তু শাস্ত্র মতে, ক্যালেন্ডারের সব ছবি যে কোনও দেওয়ালে ঝোলানো যায় না। ছবি অনুযায়ী সঠিক দেওয়াল নির্বাচন করে তবেই ক্যালেন্ডার ঝোলাতে হবে, না হলে গৃহস্থের মঙ্গলের বদলে অমঙ্গলই বেশি হবে।

ক্যালেন্ডারের কোন ছবি কোন দেওয়ালের জন্য—

রাধাকৃষ্ণের ছবি

রাধাকৃষ্ণের ছবি শোওয়ার ঘরে লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এই ছবি পূর্ব দিকের দেওয়ালে লাগাতে হবে এর ফলে দম্পতির মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।

মা দুর্গা

মা দুর্গার ছবি ঘরের যে কোনও দেওয়ালে ঝোলানো যেতে পারে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, মায়ের বাহন সিংহের মুখ যেন খোলা না থাকে, সিংহের মুখ বন্ধ করা ছবি লাগাতে হবে।

উদিত সূর্যের ছবি

উদিত সূর্যের ছবি খাওয়ার ঘরের পশ্চিম দিকের দেওয়ালে লাগাতে হবে।

হাতির ছবি

হাতির ছবি ঘরের দক্ষিণ দিকের দেওয়ালে লাগাতে হবে।

জোড়া পাখির ছবি

জোড়া পাখির ছবি দক্ষিণ-পশ্চিম দিকের দেওয়ালের কোণে লাগাতে হবে।

হনুমানজির ছবি

হনুমানজির ছবির মুখ যেন দক্ষিণ দিকে থাকে, না হলে উপকারের থেকে অপকার বেশি হবে।

রামায়ণ মহাভারত সম্পর্কিত ছবি

রামায়ণ মহাভারতের যুদ্ধের ছবি গৃহের ভিতরে রাখা যাবে না।

গণেশের ছবি

গণেশের ছবি ঘরের প্রধান দরজার উপরে রাখতে হবে।

ঘোড়ার ছবি

ঘোড়ার ছবি উত্তর দিকের দেওয়ালে লাগাতে হবে।

প্রাকৃতিক দৃশ্য

প্রাকৃতিক দৃশ্য উত্তর এবং পশ্চিম দিকের দেওয়ালে রাখা অত্যন্ত শুভ।

ফুলের ছবি

ফুলের ছবি যে কোনও দেওয়ালে রাখা যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vastu Shastra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE