আমাদের মধ্যে অনেকেরই শখ থাকে বাড়িতে নানা প্রকার গাছ লাগানোর। কিন্তু শাস্ত্র জানাচ্ছে, বাড়িতে সব ধরনের গাছ সব দিকে লাগানো ঠিক নয়। সঠিক কোণ নির্বাচন করে তবেই বাড়িতে গাছ লাগাতে হয়। কারও পছন্দ ফলের গাছ লাগানো, আবার কারও পছন্দ ফুলের গাছ লাগানো। ফলের গাছের মধ্যে আম, জাম, কলা, পেয়ারা প্রভৃতি গাছ লাগানো হয়। এর মধ্যে পেয়ারাগাছ লাগানোর সঠিক দিকের কথা আজ আলোচনা করব। আর ফুলের গাছের মধ্যে গাঁদাগাছ কোন কোণে লাগানো উচিত সেটাও জেনে নিন।
আরও পড়ুন:
পেয়ারাগাছ কোন দিকে লাগানো উচিত?
পেয়ারাগাছ সাধারণত বাড়ির পূর্ব দিকে লাগানো উচিত বলে মনে করা হয়। বাড়ির পূর্ব দিকে পেয়ারাগাছ লাগানো হলে বাড়িতে খুব বেশি পরিমাণে পজ়িটিভ শক্তি প্রবেশ করে। এর ফলে বাড়ির সদস্যদের উন্নতি হয়, আয়ও বাড়ে। এ ছাড়া যদি বাড়ির কেউ যদি দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভোগেন, তাঁর ক্ষেত্রেও এই পূর্ব দিকে পেয়ারাগাছ খুব উপকারী।
আরও পড়ুন:
গাঁদাফুলের গাছ কোন দিকে লাগানো শুভ?
গাঁদাফুলের গাছ ঈশান কোণে, অর্থাৎ উত্তর-পূর্ব কোণে লাগানো উচিত। বাড়ির ঈশান কোণে গাঁদাগাছ লাগালে সেই বাড়িতে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ ছাড়া যদি ঈশান কোণে গাঁদাগাছ লাগানো সম্ভব না হয়, তা হলে পূর্ব এবং দক্ষিণ দিকে লাগানো যেতে পারে। এতেও যথেষ্ট শুভ ফল পাওয়া যায়। যে বাড়িতে গাঁদাগাছ লাগানো হয়, সেই বাড়িতে সকলের জীবনে পজ়িটিভ শক্তি বজায় থাকে।
এ ছাড়া দরজার মাথায় গাঁদাফুলের মালা ঝোলানো অত্যন্ত শুভ। এর ফলে কোনও নেগেটিভ শক্তি ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না এবং ঘরবাড়ি শুভ শক্তিতে ভরে থাকে।