Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বিজ্ঞান নিয়ে পড়াশোনার জন্য জ্যোতিষ কি বলছে জেনে নিন  

কম্পিউটার সায়েন্সের জন্য ভাল থাকতে হবে শুক্র ও বুধ। প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল যদি জন্মছকে মঙ্গল দুর্বল থাকে বা বুধাদিত্য যোগ না থাকে তাহলে অঙ্ক ছাড়াই সায়েন্স নেওয়া ভাল।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share: Save:

প্রথমেই বলি, বিজ্ঞান বিষয় নিয়ে যারা পড়তে চাও তাদের জন্মছকে কোন কোন গ্রহ ভাল থাকা উচিত জেনে নেওয়া যাক। বিজ্ঞান নিয়ে পড়তে হলে সবচেয়ে ভাল থাকতে হবে শুক্র, রবি, বুধ ও মঙ্গল।

কম্পিউটার সায়েন্সের জন্য ভাল থাকতে হবে শুক্র ও বুধ। প্রসঙ্গক্রমে বলে রাখা ভাল যদি জন্মছকে মঙ্গল দুর্বল থাকে বা বুধাদিত্য যোগ না থাকে তাহলে অঙ্ক ছাড়াই সায়েন্স নেওয়া ভাল। বানিজ্য বিভাগ নিয়ে যারা পড়তে চাও সেক্ষেত্রে জন্মছকে খুব ভাল থাকতে হবে বুধ ও মঙ্গলকে। মঙ্গল দুর্বল থাকলে অঙ্ক ছাড়াই কমার্স নেওয়া ভাল।

উদ্ভিদবিজ্ঞানের ক্ষেত্রে রবি ও চন্দ্র। রসায়নের ক্ষেত্রে ভাল থাকতে হবে মঙ্গলকে। বিশেষ করে ইনঅর্গানিক কেমিস্ট্রি এবং অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে মঙ্গলের সঙ্গে চন্দ্রকেও ভাল থাকতে হবে। প্রানীবিজ্ঞানের ক্ষেত্রে চাই চন্দ্র ও রবি। ভূগোলের জন্য ভাল থাকতে হবে মঙ্গল ও বৃহস্পতি।

অঙ্কের ক্ষেত্রে বুধ ও মঙ্গলকে ভাল থাকতে হবে বা ছকে বুধাদিত্য যোগ থাকলে খুব ভাল হয়। পদার্থবিজ্ঞানের জন্য শুক্র, জীবনবিজ্ঞানের ক্ষেত্রে ভাল থাকতে থাকতে হবে রবি ও মঙ্গলকে।

উচ্চমাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতে উচ্চ শিক্ষালাভ হবে, সে বিষয়ে চিন্তা শুধু ছাত্রছাত্রীদেরই নয়, বাবা-মা’র-ও। আগে উচ্চমাধ্যমিকের বিষয় নির্বাচন তুলনামূলক সহজ ছিল। কেননা ফার্স্ট ডিভিশন, স্টার বা অঙ্কে লেটার পেত, তারাই বিজ্ঞান নিয়ে পড়ার জন্য বিবেচিত হত। কিন্তু এখন অনেকেই এরকম ভাল মার্কস নিয়ে পাশ করছে তাই উচ্চমাধ্যমিকে পছন্দ মতো বিষয় নিয়ে পড়া কঠিন হয়ে পরেছে। এমতাবস্থায় একমাত্র একজন অভিজ্ঞ জ্যোতিষীই পারেন সঠিক দিশা দেখাতে। তাই এই বিষয়ে একটু ভুল সিদ্ধান্ত হলেই ভবিষ্যতে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

astrology science study
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE