Advertisement
১১ মে ২০২৪

করতলে সু-অভিনেতা এবং সঙ্গীত চর্চায় অভিজ্ঞ হওয়ার চিহ্ন

সু-অভিনেতা হিসাবে নাম করতে গেলে, তাদের হাতে কি কি বিশেষ চিহ্ন থাকতে পারে দেখে নেওয়া যাক। এটা অবশ্য যাত্রা, থিয়েটার, সিনেমা প্রভৃতি অভিনয়ের সমস্ত পথে প্রযোজ্য হয়।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ০০:০২
Share: Save:

সু-অভিনেতা

সু-অভিনেতা হিসাবে নাম করতে গেলে, তাদের হাতে কি কি বিশেষ চিহ্ন থাকতে পারে দেখে নেওয়া যাক। এটা অবশ্য যাত্রা, থিয়েটার, সিনেমা প্রভৃতি অভিনয়ের সমস্ত পথে প্রযোজ্য হয়। এই ধরণের রেখাগুলি অভিনেতাদের হাতে দেখা যায় — সব না হলেও কয়েকটি দেখা যায়। এই রেখা থেকে ঐ ধরণের কারকতা বোঝা সম্ভব।

১) লম্বা শিরোরেখা থাকে ও তা বেশ স্পষ্ট হয়ে থাকে। শিরোরেখা চন্দ্রের দিকে কিছুটা বেঁকে যায়।

২) শিরোরেখার শেষপ্রান্তে শাখাযুক্ত হয়।

৩) সুচাগ্র নখ ও অঙ্গুলির প্রথম পর্ব থাকে এদের হাতে।

৪) হস্তকরতল অঙ্গুলির সমষ্টির চেয়ে ছোট হয়ে থাকে।

৫) সুগঠনযুক্ত রবির ক্ষেত্র — দীর্ঘ রবিরেখা থাকে।

৬) বৃহস্পতির আঙ্গুল হয় সুডৌল এবং তা স্বাভাবিক আকার হয়ে থাকে।

সু-সঙ্গীতশিল্পী

১) আঙ্গুল গুলি মোলায়েম হয়।

২) রবির ক্ষেত্র সুন্দর হয়।

৩) চন্দ্রের ক্ষেত্র সুন্দর হয়।

৪) করতল নরম ও আঙ্গুলের অগ্রভাগ সুঁচালো হয়।

৫) শিরোরেখা নিচের দিকে বাঁকা।

৬) রবিরেখা সুন্দর হয়।

৭) শুক্রবন্ধনী অভগ্ন থাকলে খুব ভাল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Astrology Palmistry fame line
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE