Advertisement
২০ এপ্রিল ২০২৪

রবির অবস্থানই বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (দ্বিতীয় পর্ব)

আপনার যদি ২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর মধ্যে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার জন্মছকে রবি অবস্থান করছে বৃশ্চিকের ঘরে।

কৃষ্ণপ্রেম
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৯ ০০:০০
Share: Save:

(১) আপনার যদি ২৪ অক্টোবর থেকে ২২ নভেম্বর মধ্যে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার জন্মছকে রবি অবস্থান করছে বৃশ্চিকের ঘরে। গত জন্মে আপনার ব্যাক্তিস্বাতন্ত্রকে নিয়ন্ত্রণ করেছে তুলা রাশি। সেই সময় আপনি নিজেকে প্রকাশ করার জন্যে অনেক কিছুই করেছেন। হয়তো গত জন্মে আপনি ছিলেন আইন বিশেষজ্ঞ বা বিচারক।

(২) আপনার যদি ২৩ নভেম্বর থেকে ২২ ডিসেম্বরের মধ্যে জন্ম হয়ে থাকে, তবে আপনার রবি অবস্থান করছে ধনুর ঘরে। আপনার পূর্ব জন্মের ব্যক্তিস্বাতন্ত্রকে নিয়ন্ত্রণ করত বৃশ্চিক রাশি। তাই এই জীবনে আপনার গভীরে রয়েছে নিজেকে প্রকাশ করার এক অদম্য বাসনা। গত জন্মে নিশ্চিত ভাবে আপনি হৃদয় দ্বারা চালিত হয়েছিলেন। গত জন্মে আপনি কারও অত্যন্ত স্নেহ বা ভালবাসার পাত্র ছিলেন।

(৩) আপনার যদি ২৩ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার রবি পড়েছে মকর রাশিতে। তা হলে গত জন্মে আপনি পরিচালিত হয়েছিলেন ধনু রাশি দ্বারা। আপনি নানা কারণে গত জন্মে প্রকৃতি বিষয়ক জ্ঞানলাভে সচেষ্ট ছিলেন। আপনি হয়তো গত জন্মে বিখ্যাত প্রকৃতিবিদ বা নৃতত্ববিদ ছিলেন।

(৪) আপনার যদি ২১ জানুয়ারি থেকে ১৮ ফ্রেব্রুয়ারির মধ্যে জন্ম হয়ে থাকে, তা হলে আপনার রবি জন্ম ছকের যে ঘরে পড়েছে, সেই ঘর হচ্ছে কুম্ভ। যার ফলে আপনি পূর্ব জন্মে মকর রাশি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন। যার ফলে আপনি গত জন্মে কঠোর পরিশ্রম করতে হয় এমন সব স্বাধীন জীবিকার মধ্যে ছিলেন। যেখানে এমন কারও দ্বারা পরিচালিত হতে হয়েছিল, যা আপনি চাইতেন না। গত জন্মে সম্ভবত আপনি খুব ভাল ধরনের কোনও শিল্পকর্মে নিয়োজিত ছিলেন।

আরও পড়ুন: রবির অবস্থানই বলে দেবে আপনি পূর্বজন্মে কী ছিলেন (প্রথম পর্ব)

(৫) আপনার যদি ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে জন্ম হয়ে থাকে, তবে আপনার রবি পড়েছে মীনে। এই জন্মে মীনে জন্ম হওয়ার কারণে আপনি গত জন্মে কুম্ভ রাশির গুণাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন। ফলে গত জন্মে আপনি খুব নামকরা সাইকিক বা জ্যোতিষী ছিলেন। এই জন্মেও আপনার মধ্যে ভবিষ্যৎ সম্বন্ধে ইন্টিউশান কাজ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

life chart Rashi Past life
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE