নিজের লেখাপড়ায় গাফিলতি দেখা দিতে পারে, তবুও পরীক্ষার ফল খারাপ হবে না। দু’একজন ছাড়া বাকি সব বন্ধুর সহযোগিতা পাবেন।
পত্নীভাব অশুভ না হলেও তাঁর শারীরিক কারণে ও রুক্ষ আচরণে মনঃকষ্ট পেতে পারেন। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। তাঁদের সদুপদেশ ও আশীর্বাদে প্রায় সব সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন বলে মনে হয়। মাতার স্বাস্থ্যের সামান্য অবনতি ঘটতে পারে। তাঁদের কাছ থেকে আর্থিক আনুকূল্য লাভের যোগ প্রবল। শত্রুরা বিশেষ ক্ষতি করতে পারবে না। নিজের কথাবার্তায় সংযম থাকলে উপকৃত হবেন। ধর্মে মন বসবে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy