বন্ধুদের দ্বারা উপকারের আশা কম। সন্তানস্থান শুভ।
তাদের শরীর ভাল থাকবে। তাদের লেখাপড়া ও পরীক্ষার ফল আনন্দের কারণ হবে। সন্তানের কৃতিত্বে জাতকের মুখ উজ্জ্বল হবে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন। তাঁদের দৈহিক অবস্থা ভাল যাবে না। দাম্পত্য কলহ এড়িয়ে চলার চেষ্টা করুন। অবিবাহিতের বিবাহযোগ প্রবল। দু-একজন লোক ক্ষতির চেষ্টা করলেও শত্রুস্থান শুভই বলা যায়। শত্রুরা পরাজয় স্বীকারে বাধ্য হবে। রূঢ় আচরণ ও অসংলগ্ন কথা বন্ধ করে ধর্মাচরণে মন দিলে উপকার পাওয়া যাবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy