অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ না করলে ক্ষতি হবে। সন্তানদের স্বাস্থ্যের অবস্থা মন্দ নয়।
তাদের আচরণ, লেখাপড়া জাতকের আনন্দের কারণ হবে। বিবাহযোগ দেখা যাচ্ছে। বিবাহিত জীবন অসুখের হবে না। নিজের খামখেয়ালের জন্য স্ত্রী মাঝে মাঝে বিরক্ত হয়ে উঠতে পারেন। পিতার আঘাত পাওয়ার যোগ। মাতার স্বাস্থ্যের অবনতি জাতকের মানসিক ক্লেশের কারণ হবে। বন্ধুরূপী শত্রু সম্বন্ধে সাবধান থাকা উচিত। ধর্মে মতি থাকবে না। আধ্যাত্মিক উন্নতি লাভের আশাও কম। দু'একজন লোক ক্ষতির সামান্য চেষ্টা করলেও শত্রুভাব শুভই বলা যায়।
Advertisement
সম্পদ
মাসের প্রথম দিকে কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় অর্থ নিয়ে সমস্যা হতে পারে।
পরিবার
মাসের শেষের দিকে প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাধতে পারে।
সম্পর্ক
বাইরের লোকের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। শেষের দিকে চিন্তার বিষয় দেখে দিতে পারে।
পেশা
পেশাগত স্থানে মাসের মধ্যভাগে কারও কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন।
শুভ সংখ্যা
৫৪
শুভ দিক
পশ্চিম
শুভ রত্ন
সাদা প্রবাল
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
Twitter এবং
Instagram পেজ)